আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর যেখানেই যাই



বঙ্গভাষী কই? এক কথায় উত্তর দিলে মোটামুটি সবখানেই আছে, কম আর বেশী যাই হোক। অনেক দিন ধরেই ভাবছিলাম যে, সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো যেই বঙ্গভাষীরা আছেন তেনারা সুযোগ পেলেই যেখানে সেখানে বাংলা ঝেড়ে বসেন। এই সুকীর্তির একখানা স্বারক তো থাকা দরকার। আমাদের লন্ডনে প্রায়ই হাবিজাবি বাংলায় সাইনবোর্ড বা প্রিন্টেড মেটিরিয়াল দেখা যায়। সেটা দেখেই আন্দাজ করে ফেলি, মধ্যপ্রাচ্যে অর্ধ শিক্ষিত যে জনগোষ্ঠী আছে, তাদের বাংলার কি করুণ হাল হতে পারে।

তাই ব্লগস্পটে একখানা ব্লগ খুলে ফেললাম। বিভিন্ন দেশের রোডসাইন, আর সাইনবোর্ড আর ব্যানার আর প্রিন্টে বাংলা কিভাবে ব্যাবহার হচ্ছে বা হোত, তার ওপর একটা পোস্ট রাখার ইচ্ছা। আমি নিজে থাকি পৃথিবীর এক কোণে, আর পরিচিত মানুষ বড়োই কম, কিন্তু ব্লগারুরা দুনিয়াতক ছড়ায়ে ছিটায়ে আছেন। আছে নাকি ছবি আর কথা? সাথে যোগ করার মতন? আগামী এক মাসে ২০ টা নতুন কাহানী না লাগাইতে পারলে পুরা ব্লগটাই মুইছা দিব। যোগাযোগের ইমেইল সাথেই দেয়া আছে।

বাংলাগ্লোবাল, ব্লগস্পটে দুই চারটা নাম মনে করার চেষ্টা করছি, জ্বীনের বাদশা-> জাপান মাহবুব সুমন-> অজি বিডি এস্কিমো-> কানাডা রাগিব ভাই->আম্রিকা আর কে কোথায় আছে কেজানেঃ(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.