আমাদের কথা খুঁজে নিন

   

তবুও বলছি, আমরা স্বাধীন জাতী !!!!!

ভালো মানুষ হতে চাই আজ আমাদের নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই। দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের পক্ষে কাজ করে আর কথা বলে। আর আমাদের অনেক বন্ধু সেসবকে সমর্থন করে বিভিন্ন অবস্থান থেকে বক্তব্য বিবৃতি দেয়। সামু তে আপনারা যারা প্রবীণ ব্লগার আছেন, আপনাদের নিকট আমার একটি প্রশ্ন। ১৯৭১ বা তার আগের পাকিস্তানী আমলের ছেয়ে বর্তমানের কোন অমিল আছে ? হয়ত আপনারা কেউ বলবেন, আগে আমাদেরকে পাকিস্তানীরা শাসন করত।

আমাদের নির্যাতন করত। আপনারা একটা বিষয় নিয়ে একটু ভেবে দেখবেন, তারা নিজ জাতীর উপর নয় শুধু আমাদের উপর যুলুম নির্যাতন চালাত। আর আজ আমাদের কত অধঃপতন হয়েছে, আমরা নিজ জাতীর বিরোদ্ধেই খুনের নেশায় মেতে উঠি। আবার কেউ কেই সেইসব খুনিদের নির্দোষ প্রমান করি বা প্রমাণ না করতে পারলেও কারো উচিলায় বিচারের কাঠঘরা পার পেয়ে আসি। তাহলে আমাদের স্বাধীনতার প্রয়োগ কি শুধু নির্দিষ্ট একটি দলের মাঝেই আবদ্ধ থাকবে।

এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল ? উত্তরে হয়ত হ্যা বা না বলবেন। সরি মুক্তিযুদ্ধ কিংবা এ সংক্রান্ত কিছুই তো আমাদের চিন্তা করার বিষয় না। আমার বাবা একজন সম্মুখ মুক্তিযোদ্ধা। তিনি যোদ্ধাহত। তিনি কখনোই তার সনদ তোলেন নি।

তাঁর যুক্তি, সনদ দিয়ে মুক্তিযোদ্ধা হয় না। উনাকে সবাই চেনে, জানে। তাই এখনও কেউ রাজাকার বলে না। হয়ত মৃত্যুর পর বলবে। কিন্তু আমি যে আজ সেই সনদের অভাবেই এখনই রাজাকার হতে চলেছি।

ও সব ভেবে লাভ নেই। কারণ তবুও আমি বা আমরা অনেক ভাগ্যবান। কারণ আমি বা আমরা স্বাধীন জাতী !!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।