আমাদের কথা খুঁজে নিন

   

অধিকাংশ শিক্ষিত লোক সব সময় নিজের কথা ভাবে

আমি একজন অতি সাধারণ মানুষ। জীবনের ইচ্ছা বা স্বপ্ন বা ভাবনা গুলি হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে পারবো না তাই ব্লগ লিখে আমি আমার ইচ্ছা /স্বপ্ন/ ভাবনা গুলো প্রকাশ করি। অধিকাংশ শিক্ষিত লোকেরা সব সময় নিজেকে নিয়ে ভাবে। *কখন পড়াশুনা শেষ করবো । *তারপর কখন একটা ভালো চাকরি পাব।

*কখন একটা ফ্ল্যাট বাড়ি বানাবো এবং গাড়ি কিনবো। *তারপর একটা লাল টুকটুকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবো। তারপর কোথায় হানিমুনে যাবো দেশের কোথাও নাকি বাইরে। ............................................. । (যদিও তা খুব একটা বাস্তব রুপান্তরিত হয় না) কিন্তু কেউ (অধিকাংশ জন) ভাবে না আমি পড়াশুনা শেষ করে ।

আমি আমার মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু একটা করবো। কিছু ভাবনা যেমন #দরিদ্র একটি ছেলের পড়াশুনার খরছ বহন করা। #প্রতিদিন সকালে ১০০ থেকে ২০০(মনের ইচ্ছা) জন গরীব মানুষের খাবারের ব্যবস্তা করা। #গ্রামের প্রাইমারি বা হাই স্কুলে একটি কমপিউটার কিনে দেওয়া। #প্রতেক বৃক্ষরোপন দিবসে,কমপক্ষে ১০০টি বাড়িতে ১০০ টি চারা গাছ বিতরণ করা।

#দরিদ্র এক বা একাধিক কৃষকে চাষের জন্য কিছু ঋণ দেওয়া (সুদ বিহীন)। #নিজের সুযোগ থাকলে ,একটি বেকার যুবকের কর্মক্ষেএ করে দেওয়া। #কোন প্রতিবন্ধীকে সরঞ্জাম কিনে দেওয়া । #...................................................। আমি বলতে চাই যে একটা অশিক্ষিত লোক ইচ্ছা করলে।

অনেক টাকা পয়সা ,গাড়ি, বাড়ির মালিক হতে পারে। লাল টুকটুকে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে কিন্তু একটা অশিক্ষিত লোকেব মেধা না থাকায় সে কোন ভাল পরিকল্পনা করতে পারে না,যা দেশ ও জাতির জন্য মঙ্গময়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.