আমাদের কথা খুঁজে নিন

   

অধিকাংশ আমেরিকান একে অপরকে বিশ্বাস করে না!

পৃথিবীর উন্নত এবং সভ্য দেশ হিসেবে পরিচিত আমেরিকার নাগরিকরা সর্বশেষ চার দশকে মানুষ একে অপরের প্রতি দিনে দিনে অবিশ্বাসী হয়ে পড়েছে। ১৯৭২ সালে সামাজিক এক জরিপে যখন প্রথম প্রশ্ন করা হয়, সেই সময় শতকরা পঞ্চাশ ভাগ আমেরিকান নাগরিক জানিয়েছিলেন তারা মানুষকে বিশ্বাস করেন। দীর্ঘ চার দশক পর সেই সংখ্যা তিন ভাগের এক ভাগে পরিণত হয়েছে যারা অন্যদের বিশ্বাস করেন।

অ্যাসোসিয়েটেড প্রেস কর্তৃক সার্ভে থেকে জানা যাচ্ছে, দীর্ঘ চল্লিশ বছরে অপরাধ কমেছে, দেশ দিনকে দিন আগের চেয়ে নিরাপদ হয়েছে কিন্তু মানুষ একে অপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে।

University of Maryland এর এরিক উসলানার জানিয়েছেন, যেসব মানুষ বিশ্বাস করে পৃথিবী সুন্দর জায়গা, ইচ্ছে করলে পৃথিবীকে আরো সুন্দর করে তোলা যায় তাহলে অবশ্যই তারা বিশ্বাসী হবে। কিন্তু যদি মানুষ ভাবে পৃথিবী অন্ধকার এবং এটি এমন বহিঃশক্তি দ্বারা নিয়ন্ত্রিত যা নিয়ন্ত্রণ করা অসম্ভব, তাহলে মানুষ অবিশ্বাসী হবে।

সামাজিক বিজ্ঞানীরা মনে করেন, সারাদিন-রাত ব্যাপী যেসব ক্যাবল নিউজ অপরাধের ঘটনা কমে যাওয়ার পরেও অপরাধ হাইলাইট করে প্রচার করে, তারা মানুষের অবিশ্বাসী হওয়ার পেছনে দায়ী।

অবশ্য অনেকের মতে, অ্যাসোসিয়েটেড প্রেসের এরকম সার্ভে বিশ্বাসযোগ্য নয়, তবু বিষয়টি নিয়ে আমেরিকানদের ভাবনার যথেষ্ট সুযোগ আছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.