আমাদের কথা খুঁজে নিন

   

অধিকাংশ না হয়ে অন্যতম হয়ে ওঠা

সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... এক ঈগল একটি বনমুরগীর বাসায় ভুলে ডিম পেড়ে গেল; বনমুরগী ডিমে তা দিল; বাচ্চাও ফুটল এবং সেই বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিসেবে পালিত হতে লাগল; স্বভাবও তার হয়ে উঠল মুরগীর মত; বনমুরগীর মত ডাকে এবং উড়তেও পারে না একদিন সে দেখল আকাশে ডানা মেলে অনেকগুলো ঈগল উড়ে যাচ্ছে; সে বিস্ময়ে প্রশ্ন করল, ওগুলো কি? বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল; অসাধারণ পাখি; তুমি ওর মত দেখতে হলেও, তুমি জন্মেছো বনমুরগীর ঘরে, তাই ওর মত কখনোই উড়তে পারবে না ঈগলের বাচ্চা এই কথায় বিশ্বাস করে ভুলক্রমেও কখনো ও কোনদিন উড়ার চেষ্টাও করল না; এভাবেই সে কাটিয়ে দিল তার পুরোটা জীবন এবং একসময় তার মৃত্যুও হল যদিও সে জন্মেছিল ঈগল হয়ে আকাশের উড়ার জন্য, কিন্তু নিয়তির ফেরে তা সে জানতেও পারল না এবং অন্ধবিশ্বাসে পড়ে রইলো বনমুরগি হয়ে, বনে বাদাড়ে!!! MORAL : অধিকাংশ মানুষও এরকম; অসীম ক্ষমতা নিয়ে জন্মায় কিন্তু তার বেশীরভাগই কাজে লাগাতে পারে না তাই আসুন আমরা অধিকাংশ না হয়ে অন্যতম হয়ে ওঠার চেষ্টা করি !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.