আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ

থমকে আছে সব পাগলামি কেন জানি! কেন জানি থমকে আছে সুর্য ওঠার পাগলামি আলাশপাগল এই বুকে। কেন জানি ভাল্লাগেনা আর এই সুর্যডোবা বিকেলের পর। শেষ হয়ে যায়, শেষ হয়ে যায় সারাদিনের মস্তানি। শহর একা জেগে থাকে নিয়ন আলোর থাকে থাকে, কেন জানি ভাল্লাগেনা, তার আগে অই সন্ধ্যাবুকে সুর্যের এই মাতলামি। জেগে থাকুক বিষাদ আমার যতই না হোক , গভীর রাতের কবরখানায় এই জীবনের মানহানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।