আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ জোছনা !

দিন তিনেক আগে চাঁদের সাথে দেখা ভরা বর্ষার মতো উপছে পড়া রূপ , শুনেছি পূর্ণিমা ছিলো সে রাতে চাঁদের দেমাগ দেখে হিংসে করেছিলাম খানিক । আজ আবার দেখা আধখাওয়া বিমর্ষ চাঁদ , যেন কেউ খামচে নিয়েছে খানিকটা । সেই হাসি নেই , নেই ঝাঁজালো অহমিকা বিষাদে মাখামাখি চাঁদ আর আলো , একদিন যে আলো সূর্যের মায়া ছেড়ে ভালোবেসেছিলো নিম্নবিত্ত ভালোবাসা । মুহূর্তে আমার হিংসে আশংকার পথে দৌড়লো তবে কি ভালোবাসিনি বলে এমন হলো ? কয়দিন পরই তো ঘোর অমাবস্যা চাঁদ কি করে ভাসবে তাতে ! সিদ্ধান্ত নিলাম ভালোবাসা দেবো আঁধারকে প্রিয় চাঁদ যেন পথ না হারায় । তারপর আবার আসবে পূর্ণিমা জোছনার শাড়িতে অহংকারী চাঁদ , ঘটনার পৌনঃপুনিক চলাচল । শুধু আমি ঠায় দাঁড়িয়ে অমাবস্যার অপেক্ষায় । ১২/০৩/২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।