আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে মাথাপিছু আয় দাঁড়াল ৫৩৩৩১ রুপি ।

"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson বিশ্ব অর্থনৈতিক মন্দার পর ও ভারতের অর্থনৈতিক গ্রোথ অব্যাহত ,২০১২ সালের অর্থনীতিক সমীক্ষা অনুযায়ী ভারতের জনসাধারনের জনপতি বাৎসরিক আয় গিয়ে দাঁড়াল ৫৩৩৩১($১০০০) রুপি। যা গত ২০১০-২০১১ অর্থ বর্ষের তুলনায় ১৬.৯% বেশি। বর্তমান ভারতের অর্থনীতিক গ্রোথের পরিমাপ ৮.৪% । ভারতে এই প্রথম মাথাপিছু বাৎসরিক আয় ৫০০০০ রুপি অতিক্রম করল বলে সার্ভেটিতে বলা হয়েছে। যেখানে বাংলাদেশে মাথাপিছু বাৎসরিক আয় আনুমানিক $৭০০ বলে মনে করা হয়। কিন্তু এই দুটি দেশে অর্থনৈতিক বৈষম্য অব্যাহত । যেখানে বাংলাদেশ এ GDP অনুজায়ে মাথাপিছু বাৎসরিক আয় আনুমানিক $১৭০০ বলে জানা গেছে। ভারতে এটির পরিমাণ $1527-$3703 বাৎসরিক।বাংলাদেশ এ বর্তমান GDP গ্রোথ ৬%।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.