আমাদের কথা খুঁজে নিন

   

একটি কবিতা, সাথে চশমা খুলে দেখার মত একটি পোস্ট। মুহাহাহাহা

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। প্রথমেই আমার বহুত কামের পুষ্ট টা দিয়া লই। তারপর কবিতা। মুহাহাহাহা না পড়লে মিস কইলাম। কুইক পইড়া হালান। পরে কিন্তুক টিকিট লাগবো। নিঃসঙ্গতা বুকে নিয়ে কাটছে প্রহর শুন্য এ বুক যেন দুঃখের শহর ক্লান্তি আর অবসাদ দুচোখে আমার মনের গহিন ঘরে কষ্ট বিহার ভালবাসা জমা ছিল বুকটা জুড়ে সব নিয়ে চলে গেছ নিঃস্ব করে বুঝেছি বেদনার রং কেন এত নীল হৃদয় যেন আজ ফেরারি এক চিল ঘুমহীন দুটি চোখ রাতের আঙ্গিনায় কষ্ট প্রহরী হয়ে ডেকে যায় এ আমায় তারাদের ফাকে ফাকে চাঁদ টা যেমন আমার জীবনে ছিলে তুমিও তেমন বুঝতে পারনি তুমি ভালবাসা আমার তাই তো দিয়ে গেলে ঘৃণার পাহাড় সুখে থেকো বন্ধু তুমি এই ই কামনা মরনের পরও তুমি দেখা দিও না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.