আমাদের কথা খুঁজে নিন

   

হাদিস

Freedom রাসুল (সা.) এর জীবনে পঞ্চ স্তম্বের ঘোষণা অতি গুরুত্বপূর্ণ। রাসুলল্লাহ (সা.) বলেছেন, ‘‘ইসলাম পাঁচটি ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত। তাহলো- ১. কালেমা ২. নামাজ ৩. রোজা ৪. হজ্ব এবং ৫. জাকাত। ’’ কালেমার ঘোষণা দিয়ে ঈমান আনার পর একজন মুসলমানকে দিনে ৫ বার নামায পড়তে হয়। ৫টি কাজের অধিক গুরুত্ব হুজুর (সা.) এক ব্যক্তিকে নছিহত করতে গিয়ে বলেছিলেন, ‘‘তুমি পাঁচটি বস্তুকে পাঁচটি অবস্থায় আসার আগে বিশেষভাবে মূল্যায়ন করবে অর্থাৎ গানীমত মনে করবে।

তাহলো- [১. বার্ধক্য আসার আগে যৌবনকে। ২. রোগগ্রস্থ হবার আগে সুস্থতাকে। ৩. দারিদ্র্যতা আসার আগে স্বচ্ছলতাকে। ৪. ব্যস্ত হওয়ার আগে অবসরকে। ৫ মৃত্যু আসার আগে জীবনকে।

যৌবনকাল, সুস্থতা, স্বচ্ছলতা, অবসর সময় এবং সর্বোপরি হায়াত বা জীবনকালে মানুষের জন্য বড় নেয়ামত। ইহার সদ্ব্যবহার যারা করতে পারে তাদের ব্যর্থতা নেই। আছে সর্বোৎকৃষ্ট সফলতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।