আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে ভূতের ভয় ...

no comment ভূত কয় প্রকার ও কী কী ? ছোটবেলায় পড়তাম কারক , সমাস , পদ ইত্যাদি কয় প্রকার ও কী কী ? এখন দেখি ভূতেরও প্রকারভেদ হয় !!! অবাক হওয়ার মতোই ব্যাপার । মুভিতে দেখলাম মুভির ন্যারেটর বললেন ভূত চার প্রকার - ১) অশরীরী আত্মা, যাঁদের চোখে দেখা যায় না , ২) ছায়ামূর্তি, ৩) নিরেট ভূত এবং ৪) কঙ্কাল বলছি ‘যেখানে ভূতের ভয়’ মুভির কথা । এইতো কিছুদিন আগেই মুক্তি পেলো মুভিটি । ট্রেইলার দেখেই বেশ প্রত্যাশা জমেছিলো মনে । মুভি দেখে সেই প্রত্যাশা পূরণ না হলেও হতাশ হতে হয় নি ।

সত্যজিৎ রায়ের `অনাথ বাবুর ভয়` আর `ব্রাউন সাহেবের বাড়ি` এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের `ভূত ভবিষ্যৎ`, এই তিনটে গল্প নিয়ে তৈরি হয়েছে মুভি । গল্পগুলো আগে থেকে জানা ছিলো না বলে মজা একটু বেশী পেয়েছি । ভূতের গল্পের শেষটা যদি আপনি আগেই জেনে বসে থাকেন , তাহলে তো সমস্যা ! অনেকে হয়তো গল্পগুলো আগেই পড়েছেন । তারা তাদের কল্পনার সাথে মুভিকে মিলিয়ে নিতে পারেন । কাহিনী : তারিণীখুড়ো (পরাণ বন্দ্যোপাধ্যায়) মাঝে মাঝেই তার ফ্যানদের (ছোট বাচ্চাদের) গল্প শোনান ।

তো এবার তিনি শোনাবেন ৩ টি ভূতের গল্প । কাহিনী বলবো না । আমি জাস্ট আমার অনুভূতি এবং ভালোলাগা, মন্দলাগা শেয়ার করছি । ১ম গল্প : অনাথবাবুর ভয় (সত্যজিৎ রায়) কাহিনীটা যথেষ্ট আকর্ষণীয় । উপস্থাপনাও প্রশংসার যোগ্য ।

মুভির উল্লেখযোগ্য চরিত্র ২ টি । অনাথ বাবু এবং লেখক । অনাথ বাবুর চরিত্রে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এক্কেবারে পারফেক্ট। লেখকের ভূমিকায় শুভ্রজিৎ দত্ত যথাসাধ্য চেষ্টা করেছেন । কিন্তু , চিত্রনাট্য তাকে বিশেষ সুযোগ দেয়নি ।

২য় গল্প : ব্রাউন সাহেবের বাড়ি (সত্যজিৎ রায়) কাহিনী ভালো । কিন্ত , পরিচালক এই অংশে ক্ষমার অযোগ্য এক অপরাধ করে ফেলেছেন । সোজা কথায় কাহিনীর ক্লাইম্যাক্স ঠিকমত পর্দায় ফুটিয়ে তুলতে পরিচালক সম্পূর্ণ ব্যর্থ । ব্রাউনের গল্পেও আবির চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী সবাই ভালো অভিনয় করেছেন । কিন্তু, চরিত্রগুলোর মাঝে রসায়ন অনুপস্থিত ছিলো ।

মানে , চরিত্রগুলোকে কেমন জানি আলাদা আলাদা লেগেছে । ৩য় গল্প : ভূত ভবিষ্যৎ (শরদিন্দু বন্দ্যোপাধ্যায়) কাহিনী অসাধারণ । ভয়ের মাধ্যমে নয় , হাস্যরসের মাধ্যমেই উপস্থাপন করা হয়েছে । ৩ টি গল্পের মাঝে আমার ফেভারিট । পরিচালনা অসাধারণ ।

শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দোপাধ্যায় এই দুইজনে মিলে ফাটিয়েছেন । দুইজনের কমিক টাইমিং দেখে আপনি তাদের প্রতি সম্মান না জানিয়ে পারবেন না । শাশ্বত , এই লোকটাকে দেখি আর অবাক হই । এত ভালো অভিনয় কীভাবে করে কেউ ? আর , পরাণ বন্দোপাধ্যায়কে নিয়ে কোনো কথাই হবে না । এই বয়সেও তিনি সেরাদের একজন ।

পরিচালক ছিলেন সন্দীপ রায় । ভালোই করেছেন । তবে, প্রত্যাশা অনেক বেশী ছিলো । মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এতো অস্থির হয়েছে যে বলার কিছু নাই । ‘ভূতের ভবিষ্যৎ’ এর পর ভূতদের নিয়ে আরো একটা ভালো বাংলা মুভি দেখলাম ।

না দেখলে দেখে ফেলুন । সময়টা ভালোই কাটবে । নামঃ যেখানে ভূতের ভয় / Jekhane Bhooter Bhoy (2012) পরিচালকঃ সন্দীপ রায় অভিনয়ঃ পরাণ বন্দোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী । IMDB Rating : ৬.৭ My Rating : ৭.৫ IMDB : http://www.imdb.com/title/tt2551650/ Download Link : Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.