আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে হারাই আমি যেখানে বাঁচি

আমার চক্ষু কেন নিষ্প্রভ, মায়াবী জ্যোৎস্না রাতে। কেন অপার সৌন্দর্যে অভিভূত, আসিদ্ধ একথালা ভাতে !


আইগারের কোলে
বন্ধু,
লিম্যাত নদীর জলে
স্বর্ণকেশীর নীল নয়নে আবিল খেলা করে
তখন
শেকড় খুঁড়ে মাটির গন্ধ

আরেকজনার রাখালিয়া
গিরি-গ্রামের কাব্যশাখায় হিমবাতাসে পুড়ে

মেঘের ছাতা মাটির বুকে
নিত্য হেঁটে চলে
হঠাৎ থেমে প্রতিধ্বনি
সাদা ফুলের ঘণ্টাধ্বনি
দুগ্ধবতীর ধ্যানে
বরফ মাখা প্রণয় ঝড়ে
শ্যামলিমায় উড়ে

কুহেলিকার বার্তা ছুটে
সবুজ ঘাসের পথে
কল্পনাতে নাও চলে যায়
সুষমা সন্ধানে

সুখের অনেক দৃশ্য ঘেঁটে
আত্মসুখীর ঘরে
মর্তলোকের তেপান্তরে
আমি হারাই বারে বারে
চেনা চেনা শস্যখেতে
আমার আধেক বসত করে
আর আধেক জুড়ে সুদূর পাখি
দিগন্ত ঐ পানে !
আমি বাঁচি সে রূপ ধরে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.