আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রের সামর্থ্য ও ব্যবহার

বেশ অনেক দিন আগে এক ছোট ভাইএর কাছে নুরজাহান রোডের এক গলিতে রাত ১১টায় তার মোবাইল ছিনতাই হওয়ার ঘটনা শুনেছিলাম। দুইজন ছিনতাইকারীর মধ্যে একজন পিস্তল বের করে মোবাইল চাইতে তার সাথে ঝগড়া শুরু করে দেয় ছোটভাইটি। তখন অপর ছিনতাইকারী রেগে মেগে একটা ছুরি বের করে। ছোটভাইটি সাথে সাথে তার মোবাইলটি দিয়ে দেয়। কেন সে এমনটা করল জিগ্যেস করতে জানালো, “পিস্তল এখানে চালাতে পারবে না, লোক জড় হয়ে যাবে।

কিন্তু ছুরি চালাতে পারবে, তাই আর রিস্ক নিলাম না। ” ভেবে দেখলাম বিষয়টা সত্য, সব জায়গায় সবকিছু, তা সে যতই শক্তিশালী হোক, ব্যবহার করা যায় না। আজ বিকেলে গণভবনের সামনে দিয়ে আসবার সময় পাহারারত পুলিশগুলোকে দেখে মনে হল আমাদের দেশের পুলিশ বাহিনী অনেক সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে যে সব লম্বা লম্বা চাইনিজ রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে প্রয়োজনে সেগুলো ব্যবহারের মত পরিস্থিতি কি তারা সব সময় পায়? তাও ভাল আমাদের পুলিশদেরকে এখন আর থ্রি নট থ্রির মত অতি দূর পাল্লার রাইফেল ব্যবহার করতে হয় না। শুনেছি থ্রি নট থ্রির রেঞ্জ নাকি পাক্কা এক মাইল। অর্থাৎ এই এক মাইলের মাঝে যাকেই পেত তাকেই সে ফুটো করত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.