আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রের তৈরি অদ্ভুত শিল্পকর্ম

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ অস্ত্র সর্বদাই ব্যবহৃত হয় ধ্বংসে! বিনাশের এই খেলনা খেলে চলে মরণ খেলা। সৈন্যের হাতে থাকলে বিনাশ করে শত্রু, সন্ত্রাসীর হাতে থাকলে অত্যাচারের রাজত্ব কায়েম করে, উগ্রপন্থী জঙ্গির হাতে থাকলে হত্যা করে নিরীহ মানুষ। অস্ত্রের চরিত্র নির্ধারিত হয় সে কার হাতে আছে তার উপর। কখনো অস্ত্র ব্যবহৃত হয় শান্তির পক্ষে আবার কখনো এই অস্ত্রই কেড়ে নেয় শান্তির আবহ। কিন্তু আজ আমরা দেখবো এই অস্ত্রই শিল্পীর হাতে পরে কি করে তৈরি হচ্ছে অদ্ভুত সুন্দর কিছু শিল্পকর্মে। সিরিজের অন্যান্য পর্বগুলি : অদ্ভুত চিত্রকর্ম (পেন্সিল সাপনার), গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম, ডিমের খোসায় অদ্ভুত শিল্পকর্ম, অদ্ভুত বর্ণচিত্র, অদ্ভুত সাদা স্কসটেপ শিল্পকর্ম, অদ্ভুত বিস্কুট সিটি, গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম (২য় অংশ)। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.