আমাদের কথা খুঁজে নিন

   

ফারাক্কার রোষে প্রমত্তা পদ্মা

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। পদ্মা পার ছবি । এক সময়কার প্রমত্তা পদ্মার হাল। শুকিয়ে মরা।

বিশাল চর জেগেছে। ধূ ধূ বালু চর। র্লড র্হাডঞ্জি ব্রিজ দেয়া হয়েছিল এ পদ্মা পরাপারে। কিন্তু সময় বদলেছে। প্রতিবেশি দেশ ভারত ফারাক্কায় বাঁধ দিয়েছে।

এ বাঁধের প্রভাবে এখন পদ্মায় পানি কমে গেছে। পদ্মার বুকে উতল ঢেউয়ের বদলে পলি জমে চর জেগেছে। সে চরে আটকে আছে পদ্মাপাররে কৃষক ও জেলেদের ভাগ্য। চরের পাশে খালের মত পানিতে আটকে আছে নৌকা। যে নৌকা দৌড়িয়ে পদ্মা থেকে ইলিশ সহ নানা মাছ ধরে আড়তে তুলে দেন কৃষকরা, সেটি এখন কমতে কমতে এমন জায়গায় এসেছে, তা আর উল্লেখ করার মত নয়।

তবুও আমাদরে বন্ধু হিসাবে সরকার ভারত নামের যে দেশটিকে পরচিয় করিয়ে দিতে চাচ্ছে, সে ভারত ফারাক্কায় বাঁধ দিয়ে ভাটির দেশ হিসাবে আমাদরে ঠকাচ্ছে। এখন আবার টিপাই মুখে বরাক নদীর উজানে বাঁধ দিতে চাচ্ছে ভারত। যে জন্য চুক্তিও সই করছে। গরিব মানুষরে ত্রাতা বিশ্বব্যাংক এতে অর্থায়ন করবে। আর এখানে যত শোরই উঠুক না কেন, সে শোর ভারতরে কানে যাওয়ার আগে আমাদরে দেশের সরকারই থামিয়ে দিচ্ছে।

আমাদের সরকারই আমাদরে আশ্বস্ত করছে, ভারত ক্ষতিকর কিছূ করবে না। পাঠক পদ্মার হাল দেখুন আর ভারতের কথার সাথে মিলিয়ে নিন। এর বাইরে নতুন করে কোনো লেখার দরকার পড়বে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.