আমাদের কথা খুঁজে নিন

   

বাতাস কি বলে গেল কানে কানে?

গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। প্রিয় বটগাছ, কেমন আছ? কতদিন তোমাকে লিখিনা, কিবোর্ডে না লিখলেও আমি কিন্তু সারাদিন তোমার সাথেই কথা বলে যাই মনে মনে। বাতাস কি বলে গেল কানে কানে? পাখিরা কি বলে গেল গানে গানে? কি বলে গেল? আরে আরে আমার গুন গুন শুনে এত হাসছ কেন? হুউম মেনেই নিচ্ছি আমি ভাল গাইতে জানিনা তাই বলে এত হাসির কি হোল? একটা গল্প শুনবে? কি শুনবে না, কিন্তু কেন? প্লীজ শোনইনা। একদেশে ছিল এক রাক্ষস। না না এটা না অন্য একটা বলি।

তোমার উপমা আমি দেব কি দিয়ে, মেঘের আড়ালে তুমি থাক লুকিয়ে। ও কি আবার হাসছ কেন? শোন তোমাকে হাসলে কিন্তু একদম শাখামৃগ লাগে। বিশ্বাস না হলে যাও গিয়ে আয়নার সামনে দাঁড়াও। কি দেখলে? কি বল্লে, কি বল্লে আয়নায় তুমি আমাকে দেখলে! আয়নাও দেখছি আজকাল ভেজাল প্রতিফলন দেয়া শুরু করেছে। সাগরের বুকে আর কত আছে জল, কতটা ঝড়ে মেঘ ঝড়ে অবিরল, চল এবার বর্ষায় আমরা সমুদ্রে যাই।

বৃষ্টিতে ভিজতে ভিজতে সাগরের নোনা জলে খালি পায়ে হেঁটে হেঁটে বহুদূর যাব। তারপর যখন দুজনে ক্লান্ত হয়ে যাব তখন বালিতেই ঘুমিয়ে পড়ব। খুব মজা হবে তাইনা। আজ রাখি। পরে আবার লিখব তোমায়।

ততক্ষণ খুব ভালো থেকো। একদম আমি যেমনটা চাই তেমন থাকবে। ইতি তোমার বোকা ফড়িং। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।