আমাদের কথা খুঁজে নিন

   

বাতাস কি বলে

হে বঙ্গ ললনা,কান পেতে শোননা,
ওই বাতাস কি বলে।
বাতাস কী বলেনা?আমার সাথে চলনা,
ওই দূর সমুদ্রের ওপারে।
যেথায় বাঁধব ঘর,হব না কবু পর,
থাকব দুজন দুজনার আপন হয়ে।
যেমন উড়ছে কেশ,তেমনি উড়বে মন,
শেষ হলে অবসাদ ক্লেষ আর দুঃখের ক্ষণ।
থাকবে না কোন দুঃখ-কষ্ট,ভালোবাসা হবে স্পষ্ট,
হবে না সুখের শেষ,আমরা থাকব বেশ।


আর যদি কথা হয় শেষ,থেকে যাবে তার রেশ,
ভালবাসা বিলাবে নীরব আবেশে।

সাবধান ললনা,তার কথায় ভুলোনা,
শুনোনা তার যত মিথ্যা প্রলোভন,
সে মায়াবী কি ছলনা,তাই আগে দেখনা,
তবে তুমি বুঝবে কে তোমার আপন।

সাবধান ললনা,একবার ভাসালে তরী,
ভিড়বে না আর কূলে,দুঃখ পাবে ভারী।
হারাবে তোমার আরধ্য সবকিছু
তখন কিন্তু দুঃখগুলো নিবে তোমার পিছু।
তাই বলি যদি করো ভুল,হারাবে সব কূল,
দিতে হবে সমস্ত ভুলের মাশুল।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।