আমাদের কথা খুঁজে নিন

   

বাতাস কে যাস বলে

বাংলা আমার...................

দুখের গাঁঙে ডুবাইয়া বন্ধু গেলি যে তুই চলি বুকের কষ্ট এখন আমি কাহার কাছে বলি। নদী'র পাঁড়ে বইসা আমি জলে মালা গাঁথি কেমন করে গেলি চলে আমার প্রাণের সাথী। মরা গাঁঙেও বান ডেকে যায় চোখের জলে নদী তবু আশায় থাকি বসে আসিস ফিরে যদি। সখি'রে তোর আশায় আশায় ঘুম নাই দু চোখে চোখের ঝর্না যায় শুকিয়ে বন্ধু তোর'ই শোঁকে আসবি কিনা ফিরে আবার বাতাস কে যাস বলে মিথ্যে আশায় রইবো না আর ডুববো নদী'র জলে। _________________________ ________________ ________ স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু ০৮' নবেম্বর-২০০৯ ইং বনশ্রী,রামপুরা,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।