আমাদের কথা খুঁজে নিন

   

খোকার সাধ... কাজী নজরুল ইসলাম

দেশটা মানুষে রক্ত দিয়ে স্বাধীন করছে কথা বলার সময় বা ফেসবুক ষ্ট্যাটাস দেবার সময় আইন অনুযায়ি চলার জন্য নয়, আঁর ষ্ট্যাটাস আঁই দিয়ুম, যেনে খুশি য়েনে দিয়ুম, আঁই কেনে ষ্ট্যাটাস দিয়ুম ইয়ান কি তুরারে কয় দন পরিবুনা !!! আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি। সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে, 'হয়নি সকাল, ঘুমো এখন'- মা বলবেন রেগে। বলব আমি, 'আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক, হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না কা! আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!' ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলব আমি 'ভোর হল যে, সাগর ছুটে আয়! ঝর্ণা মাসি বলবে হাসি', 'খোকন এলি নাকি?' বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!' ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো, সূয্যিমামা বলবে উঠে, 'খোকন, ছিলে ভাল?' বলব 'মামা, কথা কওয়ার নাই ক সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।' রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে, জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।