আমাদের কথা খুঁজে নিন

   

অধরা

গুটুল পুটুল ছোট্ট মেয়ে অধরা তার নাম, অধরাকে ধরতে গিয়ে ছুটল মায়ের ঘাম। মা রেগে কন, অধরা তুই দিসনে কেন ধরা? অধরা কয়, মিছামিছি করছ কেন ত্বরা? নামটি আমার অধরা যে ধরা কি তাই সোজা? অধরাকে ধরতে গিয়েই মুকুট হারায় রাজা। শাহাজাদা বনে হাদা অধরারই তরে, ভাগ্যলিপির বদল যে হয় অধরারই বরে। সোনার হরিণ নামটি জান, দেখেছ কি কভু? সভ্যতা যে ছুটে চলে তারই পিছে তবু। আমি আছি বলেই কিনা সবাই গতিমান, তাইতো আমি সবার কাছেই মহামূল্যবান। এমন দামী অধরা যে তার হয়েছ মা, ইচ্ছে হলেই তাইতো আমায় ধরতে পারনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।