আমাদের কথা খুঁজে নিন

   

অধরা



খনার বচন -২ রচনা: ফকির লীলা পাগল ফজল ১। মৌ যবে অন্দ্ধ হবে পরাগ না চিনিয়া প্রকৃতির বেহাল দশা ছিদ্দতের দুনিয়া থাকি সদা মিলেমিশে মিলিয়া-ঝুলিয়া ভাদরে আদর করি, সাধন সাধিয়া ২। বাল্য শিক্ষা ও আদর্শলিপি ২।১ এই অধীন শুদ্ধ করে আপনার হিয়া এই অন্তর খোদা দেন শিশিরে ভিজাইয়া কেমনে যে সাফ থাকি এতো ময়লায় খোদ গুণ চিনি খোদা তোমার অছিলায় অঙ্গ আমার ধড়ফড় তোমারও লাগিয়া মুচকি হাসো মরণদশায়, গাঙে ভাসাইয়া কোন অধরা দূর চলে যায় আমারে কাদাইয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।