আমাদের কথা খুঁজে নিন

   

আবারও অভিবাদন জানাবো সূর্যকে / ফোরাফ ফারুখজাদ

বাঙলা কবিতা আবারও অভিবাদন জানাবো সূর্যকে / ফোরাফ ফারুখজাদ ---------------------------------------- আবারও অভিবাদন জানাবো সূর্যকে; অভিবাদন জানাবো ওইসব স্রোতস্বিনীকে, যারা একদিন প্রবাহিত হতো আমার অন্তরে; আমার দীঘল ভাবনা জুড়ে ছিলো যে মেঘদল, অভিবাদন জানাবো তাদের; অভিবাদন জানাবো অগণিত পপলার গাছের যন্ত্রণাদায়ক বেড়ে ওঠাকে যারা ঝরে যায় শুকনো মৌসুমে; অভিবাদন জানাবো ওই ঝাঁক ঝাঁক কাকদের যারা টেনে আনতো আমার প্রসঙ্গ, রাত্রির মাঠে মাঠে সুগন্ধীর মত, যেন আজও বর্তমান আমি; অভিবাদন জানাবো আমার মাকে, যে বাস করে আয়নাটি জুড়ে আর যে ছিলো আমারই প্রৌঢ়ত্বের প্রতিবিম্ব; আর আমি অভিবাদন জানাবো এই দুনিয়াকেও, যার জ্বলন্ত গর্ভাশয় আমাকে পুনর্জন্ম দেবার থরথর আবেগে সবুজ বীজকণায় পূর্ণ। আমি আসবো, আসবো আমি, মাটির নিরবচ্ছিন্ন গন্ধ-প্রবাহের মত আমার চুল নিয়ে ফিরে আসবো আমি; দেয়ালের ওপারে, এক বনভূমি থেকে যে সব ঝোপ-ঝাড় তুলে নিয়েছি আমি ওইসব সাথে করে, ঘন-অন্ধকারের অভিজ্ঞতার মত আমার চোখ দুটি নিয়ে ফিরে আসবো আমি। আসবো, আসবো আমি, ফিরে আসবো আমি আর আমার সেই প্রবেশ হবে প্রণয়পূর্ণ; এবং প্রবেশের পথে আবারও অভিবাদন জানাবো তাদের যারা নিমজ্জিত অনুরাগে, আর সেই কিশোরীকেও, প্রেমের আলোক বিচ্ছুরণের মধ্যে এখনও যে দাঁড়িয়ে আছে, সেই প্রবেশ-পথে। ------------------------------ ফোরাফ ফারুখজাদ (১৯৩৫-১৯৬৭): ইরানী কবি ও চলচ্চিত্র নির্মাতা। জন্ম তেহরানে। মাত্র ৩২ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ছিলেন, পারস্যের নারী লেখকদের মধ্যে সর্বাধিক আলোচিত ও খ্যাতিমান। ------------------------ বাঙলায়ন : রহমান হেনরী -------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.