আমাদের কথা খুঁজে নিন

   

খুনের নেশায় মেতেছে পেশাদার খুনীরা,।।

লেখা লেখি সহজ কথা নয়। অনেকবার চেষ্টা করেছি কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই ফেল মেরেছি। কিন্তু হাল ছাড়িনি। এই ব্লগ ফোরামে এসে সাইন ইন করতে এসে প্রথমেই একটা ধাক্কা খেলাম সেটা হল আমি যে আই ডি নিয়ে নেট এ ঘোরা ফেরা করি সেই আই ডি টা অলরেডি টেকেন বাই সামওয়ান এ অনেকগুলো প্রান অকালে ঝরে গেল। সেই মিরসরাই ট্রাজেডি থেকে শুরু করে বান্দরবান ট্রাজেডি।

সাথে রয়েছে গুপ্ত হত্যা। স্টুডেন্ট পলিটিকসের কারনে হত্যা। কেন জানি দেশটাকে অচেনা মনে হচ্ছে। চারিদিকে আকস্মাত এই হত্যা বেড়ে যাওয়াকে কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করার মত চিন্তা শক্তি আমার নেই। বরং কেন জানি মনে হচ্ছে সবগুলো একই সুত্রে গাথা।

মেধা শুন্য করার প্রচেষ্টা। ভাইয়ের হাতে ভাই, ছাত্রের হাতে ছাত্র, ড্রাইভারের হাতে যাত্রী এই সব গুলোতো বিশ্বাস ভংগের ই ইংগিত দেয়। কাজেই আমার মেধাবী ভাই বোনদের প্রতি অনুরোধ...সাবধানে থাকেন। সত্যি দেশের অবস্থা ভাল নয়। আপ্ নাদের উপর নজর রাখা হচ্ছে।

আনন্দ করতে গিয়ে খুন হবেন না কিংবা গুপ্ত হত্যার শিকার হবেন না। নিজেদের নিরাপত্তা জোরদার করেন। সমমনা মানুষদের নিয়ে একত্রিত হোন। খুনে বাহীনিরা বাস ট্রাক মাইক্রোর ড্রাইভারের বেশে, অথবা আমাদের বন্ধুর বেশে ঘুরে বেড়াচ্ছে ...। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।