আমাদের কথা খুঁজে নিন

   

খুনের মামলায় ম্যাকাফি

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, মামলার অভিযোগে বলা হয়েছে, ম্যাকাফি সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অথবা তার নির্দেশে তা ঘটেছে।
গ্রেগরি ফল খুন হওয়ার পর ম্যাকাফি পালিয়ে গেলেও তিনি জানিয়েছেন, যা কিছু হয়েছে তার সঙ্গে কোনো সংযোগ নেই তার।
খুনের সন্দেহভাজনদের তালিকায় সরাসরি ম্যাকাফির নাম না থাকলেও তাকে এ খুনের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বেলিজের পুলিশ খুঁজছিল। ফলের খুনে জড়িত সন্দেহে ম্যাকাফির দুজন সাবেক বান্ধবীর নামও এসেছে। ফ্লোরিডাভিত্তিক আইনজীবী গ্রেরি রবার্টস ফলের মেয়ের পক্ষে লড়ছেন মামলাটি।


ম্যাকাফি এখন পর্যন্ত কোনো আইনি নোটিস পাননি বলে জানিয়েছেন। ম্যাকাফি জানিয়েছেন, হত্যাকাণ্ড সম্পর্কে তিনি জবানবন্দি দিতে রাজি। কেননা এটা আইনি দাবি।
রবার্টস জানিয়েছেন, মামলার তদন্তকারীরা তাকে ধরতে পারেনি। যদি তিনি নিজেই এ সম্পর্কে জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করে তবে আমরা সম্মানের সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করব, তাহলে অভিযোগটি সামনে এগোবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।