আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটা কি পাগল!

কৃষক বান্ধব কৃষিনীতি চাই সকাল ৯ টা, সবাই য্খন অফিসে প্রবেশ করা নিয়ে ব্যস্ত, তোখন একটা ফোন পেলাম। আমার এক রিলেটিভ বলে আমি বাসা থেকে বের হয়ে গেসি। আমি এখন ষ্টেশনে, একটু পর ট্রেন আসবে। আমি ঢাকা আসছি। আমি বললাম কেন! তুমি কি অসুস্থ! ডাক্তার দেখাবা।

তোমার সাথে কে কে আছে। তোমার কি হইছে! আমাকে খুলে বলো। বলে না। আমি বাসাই থেকে একবারে চলে আসছি। আমি এখন থেকে তোমার সাথে থাকবো।

তুমি কি পাগল হয়ে গেছো। বলে তুমি আমাকে গাব্তলী, ঢাকা থেকে আমাকে রিসিভ করবা না কি বলো। গাব্তলী কেন তুমি ট্রেন এ আসছো না। বলে কিছু দূর গিয়া ট্রেন থেকে নেমে ঢাকার পরিবহনে উঠবো। আমাদের এলাকার কোন বাস এ উঠবো না।

এলাকার বাসে পরচিত লোক-জ্ন থাকতে পারে। আমি আনেক বুঝালাম, কিন্তু কাজ হলো না। সে আসবেই। ফ্রেব্রুয়ারী ০১ তারিখে তার এসএসসি পরীক্খা। আমি তারে বললাম আমি দুঃখিত, আমি তোমাকে রিসিভ করতে পারবো না।

সে বলে আমি আর ফেরত যাব না। যে দিকে দু-চোখ যাই আমি যাব। Bye....... বলে ফোন কেটে দিলো। এখন তার ফোন অফ। তার পরিবারের কারও ফোন নাম্বার আমার কাছে নাই।

এখন আমি কি করবো! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।