আমাদের কথা খুঁজে নিন

   

কাঠের তলোয়ার (আরম্ভ পর্ব)

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... (পৌষের শেষ দিন অথবা জানুয়ারী ১৩। এর মাঝে এদিনের পিকনিক নিয়ে বেশ কিছু পোস্ট, দারূণ সব ফটো আর মোটামুটি সর্বাত্মক বর্ণনা প্রকাশ হয়ে গেছে। আমার পোস্টটা শুধু ডায়েরি লেখার মত। যাকে যা করতে দেখেছি আর যাকে যা বলতে শুনেছি - সবটা লিখে ফেলছি।

কেউ মাইন্ড করলে আমি দায় নেব না!!!!) খুব ভোরেই ঘুম থেকে উঠে শাহবাগ রওনা হলাম। বাস কোন রুটে যাবে নিশ্চিত ছিলাম না। যদি জানতাম, তাহলে বিশ্বরোড (কুড়িল) থেকেই উঠতাম। ৭:৫০-এ জাদুঘরের সামনে গিয়ে দেখি কত্তগুলা পিকনিকের বাস !!! আমি ভেবেছিলাম এই সাতসকালে একটা বাস-ই দাঁড়ানো থাকবে, আমি এসে সোজা উঠে যাব। তো যাই হোক এত্ত পিকনিক পার্টির মাঝে কারা যে ব্লগার বুঝতে পারছিলাম না, তেমন কাওকে চিনিও না ! ফোন দিলাম সাইরাস হেলাল ভাই-কে, "ভাইয়া, আপনি কই?" তিনি সরাসরি জবাব দেন না, "শাহেদ এত সকালেই পৌঁছে গেছে? একটু দাঁড়ান, আরেফিন আর দূর্জয় কাছাকাছিই আছেন...", তিনি নিজে কোথায় আছেন সেটা বলার কোনও প্রয়োজন অনুভব না করেই কথা শেষ করলেন! আমি অপেক্ষায় থাকলাম।

আমি এমনিতে খুব মিশুক না, পিকনিক ইত্যাদিতে আমার আগ্রহ খুব কম। বেশি লোকজন দেখলে আমি ঘাবড়ে যাই। হেলাল ভাই বলাতেই আসা, ভাবলাম পরিচিত ক'জন থাকলে আড্ডায় সময় কাটাবো। কী ভাবি, আর কী হয় ! আস্তে আস্তে পরিচিত মুখ দেখতে শুরু করলাম। পুশকিন ভাই আসলেন।

আশেপাশেই ছিলেন সকাল বেলার কাক। আমি নিশ্চিত উনাকে ব্লগ-ডে'তে দেখেছি, কিন্তু নাম মনে পড়ছে না দেখে আমি একটা অসস্তিকর অবস্থায় ছিলাম; তিনি সেটা আরও বাড়িয়ে বললেন, "শাহেদ ভাই কি মানুষকে ভুলে যাবার প্রবণতা আছে নাকি?" বেলা বাড়ার সাথে সাথে ব্লগারের সংখ্যা বাড়তে লাগল। মোটামুটি ন'টা নাগাদ সবাই হাজির। ফটোসেশন চলল বাসের বাইরে। প্রচন্ড অলস আমি একটা সিট দখল করে ঠাঁই বসে রইলাম।

ফারজুল ভাই, নষ্ট কবি, আশকারি, রুমকী আপু আর আরও কয়েকজন পরিচিত ব্লগারকে দেখে খানিকটা আশ্বস্ত হলাম - একদম একা থাকব না। হেলাল ভাই আসে না। ইঞ্জিন স্টার্ট দেবার পর এবার আমি আবার ফোন দিলাম, "ভাইয়া, কই আপনি?"; এবার তার জবাব পাই না, খটকা লাগল, "আপনি কি ঢাকায় এসেছেন?" হেলাল ভাই কি বললেন আমি আর শুনি নি অথবা আমার আর মনে নেই, আমি চুপ হয়ে বসে রইলাম জানালার পাশের সিটে। আমার ধাতস্থ হতে খানিকটা সময় লাগল। কথা বলতে না পারলেও শুনতে লাগলাম।

ব্লগার'রা বেশিরভাগই পরস্পরের অপরিচিত, আড্ডা শুরু হয় তাই ব্লগের বিভিন্ন পোস্ট নিয়েই, তারপর সেটা গড়াতে গড়াতে কোথায় যে চলে যায়। যেমন, কথার শুরুতে কেউ একজন আরেকজনকে বলে ওঠে, "আরে ভাই আপনের গত পোস্টে তো বিরাট ক্যাচাল !" আরও ক'জন হইচই করে ওঠেন ! মাঝে আশকারি সুক্ষ্ণ হিউমার সেন্সে খোঁচা মারে, "ওই পোস্ট স্টিকি করা হোক, আটা সাপ্লাই আমি দেব !" শুনতে শুনতে খানিক বাদে সহজ হয়ে আসলাম। পাশে বসা ফারজুল ভাই-য়ের সাথে কথা বললাম কিছুক্ষণ। হঠাৎ মাউথ-অর্গানের সুরে নষ্ট কবি সবাইকে চমকে দিলেন ! আর যায় কই ! ওয়ান মোর, ওয়ান্স মোর ! ক'জন বলল, "শাহেদ ভাই, গীটার'টাও বাইর করেন দেখি"। আমি চাচ্ছিলাম, পিকনিক-স্পটে গিয়ে ওটা বের করব।

এত কোলাহল, গাড়ির শব্দে শোনা যাবে কিছু? কিন্ত আগ্রহের চেয়ে বড় অ্যামপ্লিফায়ার আর নেই ! সবার আগ্রহে জমতে টাইম লাগল না ! শিপু ভাই, মাহি আর ছোট মির্জাও সামনে থেকে পেছনে আমাদের গায়কদলে চলে আসলেন। মাঝে সুমন আর জাহিদ ভাই, দুই ফটোগ্রাফার যোগ দিল। গীটারের তার ছিঁড়ে, আবার লাগাই। মাথার তারগুলা যে টানটান হয়ে আছে ! নষ্ট কবি'র অর্গান থামেনা। সবাই খোলা গলায় গান ধরল একসাথে।

একটা মানুষও আর অপরিচিত না তখন ! একজনও না ! (চলবে...) পরের পর্ব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।