আমাদের কথা খুঁজে নিন

   

কাঠের জেব্রা

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

কাঠের জেব্রা দেখে শিশু চোখের সরল পুস্তকের পাতাগুলো খুলে পড়ে রোদ্দুরে বাতাস যেদিক দিয়ে আসে সেইদিকে মোমের পাহাড় পাতাগুলো হাওয়ায় ছড়িয়ে ছিটিয়ে যায় চৌদিকে - দ্রুত মেঘের ছায়া এসে হয়ে ওঠে তাদের আশ্রয়। শাদা পথের পাশে কালো নদী এঁকে ঘাসের ঘুঙুরে উড়ে যাওয়া রাঙা পায়ে যেসব বালকেরা হারিয়ে গেছে বুনোগন্ধের দেওয়াল লিখনে তাদের মস্তিস্ক আলগা হয়ে যায় পাখিরা এসে ঢুকে পড়ে ঝাঁকে ঝাঁকে। দুই একটা ধূসর বিড়াল পাতাগুলোর উপর চোখ রাখে রোদ কমলা হলে পাতাগুলো কুড়িয়ে নিয়ে আসে ডেরায়। আমাদের মনোসরণীর প্রান্তরে শিশুপল্লী গড়ে ওঠে কাঠের জেব্রা ভেজে বনমহুয়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।