আমাদের কথা খুঁজে নিন

   

গরীবের চর

মশিউর রহমান মিঠু প্রমত্তা পদ্মা নদী সঙ্গমের বাঁকে এসে প্রসব করে গরীবের চর গরীবের চরের মানুষগুলো একটুও অহংকারী নয় খুব সহজ তাদের প্রকৃত পরিচয়-পর্ণোকুঠির আর জীর্ণ-শীর্ণ দেহে প্রচন্ড ক্ষুধা তবু তারা শীর্ণদেহ জাগিয়ে রাখার জন্য প্রতিবেশিদের সাথে মজে তুমুল আড্ডায়। রাজনীতি ওলট-পালট হলে ধাক্কা খায় মানুষের বিবেচনাবোধ তাতে কেউ লালে লাল হয়ে যায়, কেউ বা ক্ষোভে হতাশায় দেশ গরম করে। এ নিয়ে গরীবের চরের মানুষেরা লাভ-ক্ষতির অংক কষে না, তবু এর বিপত্তি এসে পড়ে ওদের ঘাড়ে; ফাঁদে পড়া জীবের মতন রাজনীতি ওদের আস্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। বন্যা আর ভাঙ্গনপ্রবণ তটে সমু্দ্রের মাতালপুত্র পবন দশ্যুদের সাথে বার বার হানা দেয় ওদের ডেরায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।