আমাদের কথা খুঁজে নিন

   

গরীবের হালচাল

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

হুনছো নি গেদির মা ফিরা আইলাম বাড়ি আইজও গঞ্জেতে নাই মহাজনদের গাড়ি। বেবাকে নিছিলো হাটে শাক-সবজির ভ্যান আমারও আছিলো বড়ো এক ধামাভরা পান। কেউই জিগায় না আইয়া পাইকারি দাম খুচরা যায় না বেচা ঘুইরা ঘোষের গ্রাম। চলছে বেটির ডাকে সারা দ্যাশে হরতাল গরীবের পেটে লাত্থি হুনছো নি হালচাল! কী কও গেদার বাপ কী হুনাইলা আমারে এই সর্বনাশা কাম পাষণ্ডেরা সব করে? কইছিলাম না আগেভাগে দিও না গো ভোট তহন বোঝোনি কথা- পাতি নেতাগোর চোট! দুই বেটিই দ্যাশটা নিয়া করে চুলাচুলি আমাগো পেটটা গরীবের থাহে শুধু খালি। 04.12.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।