আমাদের কথা খুঁজে নিন

   

গরীবের ঘোড়া রোগ

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা কি লিখবো কোনটা লিখবো ভাবতে গিয়ে ভাবনাগুলি জট পাকিয়ে যাচ্ছে । দেশে বাস করে সমকালীন ঘটনা প্রবাহ যেহেতু দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে সেহেতু ঘটনাগুলি নিয়ে ভাবনা এড়ানো যায় না অথচ ভাবনাগুলিই সার, বাস্তবে এগুলোর কোন মূল্যই নেই। কারন আমি একজন চুনোপুটির সমানও নই অথচ সমসাময়িক ঘটনা নিয়ে রথী মহারথীরা পত্রপত্রিকায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে শার্দুলের মত গর্জন করে চলেছেন কেউ কেউ টাইফুনের মত বা সিডরের ঝড় তুলে চলেছেন কিন্তু ফলাফল শুন্য । এই দেশটা যারা চালাচ্ছেন তারা নিশ্চয়ই গাঁজা খেয়ে দেশ নামক নৌকাটা তাল গাছের উপর দিয়ে বাইতে চেষ্টা করছেন । একজন বিশিষ্ট ব্যাক্তি মন্তব্য করেছিলেন শেখ হাসিনা দলে নিরঙ্কুশ কতৃত্ব বজায় রাখার জন্য দেশ পরিচালনায় দক্ষতার ব্যপারে আপোষ করেছেন ।

কথাটা আমার কাছে ভীষন সত্য বলে মনে হয়েছে । অদক্ষ মন্ত্রীদের দক্ষতা অর্জনের জন্য দেশ এবং দেশের মানুষ ল্যবরেটরীর গিনিপিগ হয়ে গেছি । অথচ রাজনিতিকরা আমাদের গর্দভ মনে করে ভাষন দেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ । আমরাও বেকুবের মত হাত তালি দিয়ে শ্লোগান দেই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে ইত্যাদি ইত্যাদি । রাজনীতিতে ভাবাবেগ বলতে কিছু নেই।

মমতা ব্যানার্জী তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন । শেখ হাসিনা ভেবেছিলেন তার বান্ধবীর তরফ থেকে হয়তো কোন বাধা আসবেনা । এখন নিশ্চয়ই হাসিনা কিছু শিখেছেন দেশ প্রেমিক দেশ প্রেমিক বলে গলা ফাটালে কোন লাভ নেই দেশাত্ববোধ কি জিনিষ তা শিখতে হয় । আর লিখতে পারবোনা গত ৫ ঘন্টা ধরে কারেন্ট নেই আই পি এস সিগনাল দিচ্ছে । কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে কেউ জানলে উত্তর দেবেন ।

আমাদের মত গরীব দেশ সাড়ে নয় হাজার কোটি টাকা কোথায় পায় বিমানের মত লোকসানি সংস্থার জন্য বিমান কিনতে । এই টাকা দিয়ে তো সারাদেশের হাইওয়ে গুলো চার লেন করা যায় । এই টাকা দিয়ে তো সারাদেশের নদীগুলি নৌ চলাচলের জন্য ড্রেজিং করা যায় । ঢাকা চিটাগাং রেল লাইন ডবল করা যায় এবং আরও কিছু ট্রেনের বগি ও ইঞ্জিন কেনা যায় এগুলো করলে দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে চলার পথ পেত । অথবা আইএমএফ এর একশ কোটি ডলার না নিয়ে শর্তের বেড়াজাল পাশ কাটানো যায় ।

একটা এয়ারপোর্ট ভালোভাবে চলেনা শত জ্বালা সেখানে আরেকটা কি দরকার । মিগ ২৯ আমাদের কি দরকার ছিলো । এগুলিকে কি গরীবের ঘোড়া রোগ বলা যায় ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।