আমাদের কথা খুঁজে নিন

   

গরীবের ঘোড়া রোগ..................!



যে দেশে এখনও মোট জনসংখ্যার বড় একটা অংশ নুন্যতম চিকিৎসা সেবা পায় না,শিক্ষা বঞ্চিত লাখ লাখ ভবিষ্যত কর্ণধার,যেখানে অসংখ্য শিক্ষার্থী এখনও মাটিতে বসে ক্লাস করে,অনেক সরকারী হাসপাতালে অষুধ নেই,নেই প্রয়োজনীয় অনেক উপকরণ,জনস্বার্থে নেই আরও অনেক কিছু,অধিকাংশ আদালত ভবনগুলোর অবস্থা জরাজীর্ণ, ইত্যাদি নানাবিধ সমস্যায় জর্জরীত আমাদের দেশে প্রতিটি জেলার জন্য এখন আলাদা প্রটোকল কার কেনা কতটা যুক্তিপূর্ণ ? এতে সমাজের কতটা মঙ্গল হবে ? সরকার যদি এসব আমলে না নেন তাহলে দিন বদল হবে শুধু হাতেগনা কয়েকজনের, আপামর জনগোষ্ঠীর দিন বদল হবে না ! প্রটকল কার কিনতে যে বিপুল অংকের টাকা ব্যয় হবে তা গরীবের ঘোড়া রোগ ছাড়া কিছুই নয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।