আমাদের কথা খুঁজে নিন

   

বাড়তি বেচে থাকা

আমার লেখা পড়ে.................. ভাঙ্গা জানলা,পাশের নোনা দালান ময়লার স্তুপ, কিছুটা কোলাহলের ভিতর ভেঙ্গে পড়ে নিঃশ্বাস- নিঃস্তব্দ মেসের নোনা ধরা রান্নাঘর। মাকড়সা ঘুরে ঘুরে জাল বুনে- তেলাপোকা কাব্য খোজে উচ্ছিস্টে নিস্তরঙ্গ ভাঙ্গা মেঝে পুরোনো জীবন একজন পুরুষ ভূলে যেতে চায় জীবনের পরাজয় অথবা কিছুটা আনন্দ একজন নারী জিততে চায় জীবনের নিশ্বাস অথবা কিছুটা সঙসার। তারা জানেনি লালনের দর্শন প্রেমহীন কাম পশুত্বের কর্ম। নগরে বেচে থাকা মৃত মানুষদের চেয়েও ময়লার ঝুড়ি বা তেলাপোকারা অনেক বেশী মূল্যবান ও স্বাধীন। প্রতিটি নারী এখানে বেশ্যা, শুকনো স্তন, হাড্ডিসার পশ্চাৎ- প্রতিটি পুরুষ এখানে শুয়োর শুকনো উপার্জন, ক্লান্ত ঘুম। তারা মাঝে মাঝে বেচে থাকতে চায়। চুলায় ফুটন্ত ভাত- টগবগ ভাঙ্গা মেঝেতে শিৎকার দুজনেরই বাড়তি বেচে থাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।