আমাদের কথা খুঁজে নিন

   

বাড়তি আর্দ্রতায় অস্বস্তিকর গরম

আবহাওয়াবিদরা বলছেন, ঢাকার বাতাসে এখন আর্দ্রতা ৭২ শতাংশের বেশি। এমন অস্বস্তিকর আবহাওয়া থাকবে আরো দুয়েকদিন।
তবে বর্ষা মৌসুমের আগে আগে এমন আবহাওয়া স্বাভাবিক বলেই মনে করছেন তারা।
মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে একটি ‘স্বাভাবিক’ লঘুচাপ সক্রিয়। এর প্রভাবে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আবুল কালাম মল্লিক বলেন, “ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, মাইজদীকোট, সৈয়দপুর, খুলনা, পটুয়াখালী  অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো দুয়েক দিন অব্যাহত থাকতে পারে । ”
ঢাকার বাতাসে বর্তমানে ৭২ শতাংশ আর্দ্রতা রয়েছে জানিয়ে তিনি বলেন, “তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতা বেশি থাকলে প্রচুর ঘাম হয়। মেঘে ঢাকা আকাশে অনুভূত অস্বস্তিকর গরম হয়।

তবে শুকনো আবহাওয়ায় তা কেটে যায়। ”
এই আবহাওয়াবিদ জানান, চলতি মাসের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর (বর্ষা) বিস্তার ঘটবে। এ সময় দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; বঙ্গোপসাগরে দুয়েকটি মৌসুমী নিম্নচাপও হতে পারে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশের সব নদ-নদীর পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে। মাসের মধ্য ও শেষভাগে বৃষ্টি হলে  উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বে পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।