আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল কী বাংলাদেশের প্রচার নাকি ইন্ডিয়ার প্রচার করা?

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। বিপিএল কী বাংলাদেশের প্রচার নাকি ইন্ডিয়ার প্রচার করা? বলা হচ্ছে ইন্ডিয়া যেমন আইপিএল-এর মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হয়েছে, তেমনি বাংলাদেশও বিপিএল-দিয়েও বাংলাদেশ সারা বিশ্বে নিজেকে পরিচিত করবে। কিন্তু আইপিএল- অনুকরন ও ইন্ডিয়ার লোকদের পিছু ধরলে, প্রচার আর প্রসারটা তাদের দিকেই নির্দেশ করে না? এটা কী করে হচ্ছে- বিপিএল ম্যানেজমেন্ট এর দায়িত্ব দেয়া হয়েছে “গেইম অন” কে যার প্রধান ...গাংগুলী। বাংলাদেশের কী ভাল ইভেন্ট ম্যানেজমেন্টের কোন কোম্পানী নেই.........।

বিপিএল থিম সং করবেন বাপ্পি লাহিড়ি কেন.........? বাংলাদেশের আইয়ুব বাচ্চু, হায়দার হোসেন, সুমন, রাফা, আর্টসেল, মাইলস, ওয়ারফেইজ, জেমস, হাবিব, তাহসান, আরেফিন রুমি, ফুয়াদ.........আর কতকগুলি বলব......... এরা কী খারাপ মিউজিক করে? অবশেষে বলব নামটা কেন আইপিএল সাথে মিল রেখে বিপিএল। আমরা তো আইপিএল সবাইকে চিনাতে চাচ্ছি না। জানাতে চাচ্ছি বাংলাদেশ কে। অন্যান্য কোন দেশ যেমন শ্রীলংকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড কি এসপিএল, এপিএল, এসএপিএল, ইপিএল দিতে পারত না। তারা কেন প্রো২০, বিগব্যাশ২০ নাম ব্যবহার করে? সরকারের অন্যসব সেক্টর এর পাশাপাশি এই ক্রিকেট বোর্ড এও দুর্নীতি আর অকাজ এ ভরে গেছে, যা কেবল অনুন্নয়নের দিকে নিচ্ছে।

ডেভ হোয়াটমোর এর সময় বাংলাদেশ যত ভাল খেলতো, আজ জেমি সিডন্স, স্টুয়ার্ট ল এর পরও তা থেকে বাংলাদেশ উন্নতি পায় নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।