আমাদের কথা খুঁজে নিন

   

ছাগু ফিল্টার (ছাগু দের ডিটেক্ট করার কিছু উপায়)

পথের মানুষ একলা মানুষ , কোন কিছুতেই আমার কিছু যায় আসে না .. ইদানিং দেখছি ফেসবুকে বিভিন্ন অপরিচিত লোক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছে । বিভিন্ন ব্লগ ও পেইজে কমেন্ট দেয়ার সময়ও অনেকের সাথে আলোচনা হচ্ছে । ব্যাক্তিগত জীবনের বন্ধুদের চেনা গেলেও এই ধরনের অপরিচিত লোকদের জন্য ফিল্টার ব্যবহার করা তাই জরুরী হয়ে পড়েছে আমার জন্য । তাই এখানে বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে তৈরি করলাম ছাগু ফিল্টার । এক শ্রেণীর ছাগু প্রকাশ্যেই জামাত-শিবির-রাজাকার দের পক্ষে কমেন্ট দেয় ।

বিভিন্ন নিউজ এর পেইজ এর কমেন্ট এবং সামহোয়্যার ইন এবং সোনার বাংলা ব্লগে এদের বেশি দেখা যায় । এদের চেনা কোন সমস্যা না । তাই শুরুতে এদের ফিল্টার করে আউট করা হল । কিছু আছে যারা চক্ষুলজ্জার কারণে সরাসরি নিজেদের জামাত শিবিরের সমর্থক হিসেবে পরিচয় দেয় না । এদের চেনাতে অমি রহমান পিয়াল ভাইয়ের এই স্ট্যাটাস যথেষ্ট ।

সেখানে লেখা : সম্প্রতি অনেকেই আমারে বন্ধু হওয়ার জন্য রিকুয়েস্ট পাঠাচ্ছেন, তাদের পরিশ্রম কমাতে একটি সংশোধিত স্ট্যাটাস: ১. মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লক্ষ নাকি ৩ লক্ষ - তা নিয়ে সন্দিহান? ২. মনে করেন যে মুক্তিযুদ্ধ নিছকই ভারতের পাকিস্তান দখলের ষড়যন্ত্র? ৩. যুদ্ধাপরাধীদের প্রসঙ্গ নিয়ে অযথাই বাড়াবাড়ি করা হচ্ছে বলে মনে করেন? ৪. অথবা যুদ্ধাপরাধীদের বিচার চান, কিন্তু এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার আশু সমাধানের দাবি তোলেন? ৫. 'বাঙালি' না, 'মুসলিম বাঙালি' হিসেবে নিজের পরিচয় দিতে স্বচ্ছন্দবোধ করেন? ৬. '৭১-এ যা হয়েছে তা পাকিস্তান সেনাবাহিনীর দোষ, সাধারন জনগণ পুরো ব্যাপারে অজ্ঞ ছিল বিধায় শান্তির হাত বাড়াতে চান? ৭. স্বাধীনতার ৪০ বছর কেটে যাওয়ার পরও বাঙালির অবস্থার উন্নতি হয়নি, তো পাকিস্তান আমলে কি এমন খারাপ ছিল - এমন ধারণা পোষণ করেন? ৮. মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলতে শুনলেই 'আওয়ামিপন্থী' এবং ‘ভারতের দালাল’ ট্যাগিং দেয়ার জন্য আপনার মন উসখুস করতে থাকে? ৯. মুহম্মদ জাফর ইকবাল যা-ই করবেনবা বলবেন তা নিয়ে সমালোচনা করা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে? ১০. খেলা আর রাজনীতিকে আলাদা ভেবে পাকিস্তান সমর্থন করতে কুণ্ঠাবোধ করেন না, কিন্তু ভারত -পাকিস্তান খেলায় আপনার মুসলিম ভ্রাতৃত্ববোধ মাথাচারা দিয়ে ওঠে? ১১. জামাত-শিবির নেতাদের সততায় মুগ্ধ? ১২. সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া ৮ জন বাঙালীর প্রতি ন্যায়বিচার হয়েছে বলে মনে করেন? উপরের একটাও যদি আপনি বিশ্বাস করেন, আপনার উত্তর যদি ‘হ্যা’ হয়, তাহলে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা আমার নেই। দয়া করে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না। আর যারা ইতিমধ্যে ভুল করে আমার বন্ধু হয়ে গেছেন নিজেকে আনফ্রেন্ড করুন প্লিজ, নয়তো আপনাকে অপমানজনকভাবে ফ্রেন্ডলিস্ট থেকে ছাটাই করা হবে … এসব ছুপা ছাগু দের আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় । যেমন : ১। এরা নিজেদের ইসলামের সৈনিক হিসেবে দাবী করে ।

সেই ধুয়া তুলে জামাতের নামে কেউ কিছু বললে সেটাকে জোর করে ইসলাম বিরোধি ট্যাগ লাগিয়ে দল বেধে অশ্লিল ভাষায় গালাগালি চালাতে সিদ্ধহস্ত । প্রয়োজনে মাল্টিনিকের সাহায্য নেয় এরা । ২। এদের কাম রিপু সবসময় খুব উত্তেজিত থাকে । নারীর পোশাক নিয়ে এদের উত্তেজনার শেষ থাকেনা ।

নারী টি শার্ট পরলে এরা উত্তেজিত হয়, কামিজ পরলেও উত্তেজিত হয় বলে কামিজ এত খাটো কেন ? শাড়ী পরলে উত্তেজিত হয় বলে এত আটসাঁট কেন ? বোরকা পড়লেও উত্তেজিত হয় বলে মুখ খোলা কেন বা বোরকার কাটিং ঠিক নাই শরীরের ভাজ দেখা যায় । মোট কথা নারী যেরকম পোশাকই পড়ুক না কেন এরা উত্তেজিত হবেই । উত্তেজনাই এদের অনিবার্য নিয়তি । কোন কোন ব্লগার একারনে ছাগুদের এই সব উত্তেজেনাকে বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে পরামর্শ দিয়েছেন । এমনকি এই উত্তেজনা বিদ্যুত উৎপাদনে কাজে লাগানো যায় কিনা সেটা নিয়েও কেউ কেউ ভাবছেন ।

৩। এরা অতীত নিয়ে মাতামাতি একদম পছন্দ করে না । ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ’ এই কথাটা এরা খুব মানে । একাত্তরে কি হয়েছিল সেটা তাদের কাছে ধর্তব্য নয় । তাই বিভিন্ন জায়গায় কমেন্ট দেখা যায় - "৪০ বছর আগে কি হয়েছিল তা নিয়ে পড়ে থাকলে চলবে না ।

এতে দেশের উন্নতি হবে না । " যেন যুদ্ধপরাধী দের ছেড়ে দিলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে । ৪। মুক্তিযুদ্ধ নিয়ে এরা মাতামাতি একদম পছন্দ করেনা। মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বললেই এরা মনে মনে বিরক্ত হয় ।

তবে কোন মুক্তিযোদ্ধা দুস্থ হলে এরা খুব তৎপর হয়ে ওঠে । মুক্তিযোদ্ধাদের জন্য তখন তাদের “হৃদয়ের একূল ওকূল দুকূল ভেসে যায়” । এরকম পরিস্থিতিতে "আসুন অমুক মুক্তিযোদ্ধার দিকে সাহায্যের হাত বাড়াই" বা "আমাদের সবার উচিত অমুক মুক্তিযোদ্ধাকে সাহায্য করা" এরকম ভাষায় না এসে “দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধা অমুক কি পেল” বা “এর জন্যই কি যুদ্ধ করেছিল অমুক” শিরোনামে লেখা আসতে থাকে অবিরাম । ৫। বিশেষ কিছু লেখক বা বুদ্ধিজীবি এদের চক্ষুশূল।

যেমন মুহম্মদ জাফর ইকবাল বা অধ্যাপক কবীর চৌধুরী । জাফর ইকবাল কিছু লিখলেই এরা হামলে পড়ে “কেন লেখলেন” বলে। আবার না লিখলে “উনি এখন চুপ কেন” টাইপের লেখা আসতে থাকে অবিরাম ধারায় । কিছু বলার না থাকলে "নাস্তিক" ট্যাগ তো হাতের কাছে আছেই । ৬।

মেয়েদের ব্যাপারে ছাগুদের দৃষ্টিভঙ্গিঃ কোন মেয়ে কোন পুরুষ কর্তৃক খুন হলে তারা বলবে “নিশ্চয়ই মেয়েটির কোন দোষ ছিল” । "এক হাতে তালি বাজে না" এদের খুবই প্রিয় একটি প্রবাদ । আর কোন পুরুষ যদি কোন মেয়ে দ্বারা আক্রান্ত হয় তবে আর কথা নেই । এক্ষেত্রে ভুলেও বলবে না যে পুরুষটির কোন দোষ ছিল, বরং বলা হবে “এই হলো তথাকথিত নারী স্বাধীনতার পরিণতি ”। (সাম্প্রতিক সময়ে রুমানা মন্জুরের ঘটনায় তাদের কিছু পোস্ট দ্রষ্টব্য) ৭।

পাকিস্তানের বিরুদ্ধে প্রবল জনমত দেখলে অনেক সময় পাকিস্তানের পক্ষে বলতে সাহস পায় না । কিন্তু সেইসময়ই অপ্রাসঙ্গিক ভাবে ভারতকে টেনে নিয়ে আসে । যেন ভারত রে খারাপ কইলেই পাকিস্তানের সাত খুন মাফ হয়ে যাবে । হায় ছাগু !! ৮। ক্রিকেটে পাকিস্তান সাপোর্টের পক্ষে তাদের সমস্ত যুক্তি অসার প্রমান করা হলে - "পাকিস্তান সাপোর্ট করসি বলেই আমারে এই বলা হবে ? কি অপরাধ আমার ?" জাতীয় স্ট্যাটাস আর পোস্ট আসতে থাকে ।

৯। স্টিফেন হকিং এর মত বিশ্বসেরা বিজ্ঞানীকে নিয়ে শুভেচ্ছা মুলক স্ট্যাটাস দেয়া হলে সেখানেও তারা দল বেধে তোতা পাখির মত "নাস্তিক নাস্তিক" বুলি আওড়াতে থাকবে । এবার আসা যাক ছাগুর জীবনচক্রে : ১ম ধাপ : ইসলাম নিয়ে লিখে মানুষের সমর্থন আদায় । ২য় ধাপ : সাধারণ মানুষদের মত সরকারের সমালোচনা (সমর্থন আরো বাড়ানো) । ৩য় ধাপ : অবেশেষে ইসলামী শাষন ব্যবস্থার কথা বলে জামাতের চামচামী, যুদ্ধপরাধীদের ক্ষেত্রে মানবতার প্রশ্ন তোলা ।

৪র্থ ধাপ : মানুষের জনগদাম খেয়ে আবার ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার । হার্ডকোর ছাগুর কিছু বৈশিষ্ট্য : ১। জামায়াতের বিরুদ্ধে কিছু বলা হলে এরা ধর্মীয় অনুভুতির দোহাই তোলে । কিন্তু ব্লগ, ফেসবুক সহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় যে অন্য ধর্মের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলছে এই ছাগু রাই । এমনকি নাস্তিক দের থেকেও এরা অন্য ধর্মের নামে বেশি কুতসা করে ।

অন্য ধর্মের মানুষ্কে উদ্দ্যেশ্য করে "*লু" শব্দ ব্যাবহার করা ও কথায় কথায় দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলা এদের অন্যতম প্রিয় শখ । (সবার আগে এরা আমার ব্লক লিস্ট এ জায়গা পেয়েছে) ২। এদের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীর শিকার আমাদের জাতীয় সঙ্গীত, এটা নাকি বদলাতে হবে । কারণ এটা রবীন্দ্রনাথের লেখা । একজন ভারতীয় হিন্দুর লেখা ।

কাজী নজরুল ইসলাম এর মত অসাম্প্রদায়িক একজন কবিকে তারা রবীন্দ্রনাথের প্রতিযোগী হিসেবে দাঁড় করায় । ৩। লালনের ভাস্কর্যসহ (তাদের ভাষায় মূর্তি) সব বেদাতি স্তম্ভ ভাঙার আহবান জানায়, শহীদ মিনার এবং স্মৃতিসৌধে ফুল দেওয়াকে ইসলামবিরোধী বলে ফতোয়া দেয়। পয়লা বৈশাখ উদযাপন শরিয়তবিরোধী বলে ফতোয়া ছাড়ে । কারন এগুলো বাঙ্গালী জাতীয়তাবাদের প্রতীক ।

৪। গোলাম আযমকে কেনো ভাষা সৈনিক বলতে হবে, এটা নিয়ে দলিল দাখিল করে । এবং এ নিয়ে তর্ক করলে তারা প্রতিবাদকারীদের আওয়ামী লীগ এবং ভারতের দালাল বলে ট্যাগ করে দেয় । এই ট্যাগিং টাও তাদের খুবই প্রিয় একটা শখ । এই সব ফিল্টারে "ভার্চুয়াল ভাবে পরিচিত" কারো ল্যাঞ্জা কট হলে উত্তম ভাবে গদাম খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।

কারন - "ল্যাঞ্জা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু হাইড" রেফারেন্স : 1. ছাগুদের কিছু বৈশিষ্ট্য/সহজ ছাগুপাঠ/সহীহ ছাগু নামা - অমিয় উজ্জ্বল 2. সহজ ছাগুপাঠ/সহীহ ছাগু নামা ২ - অমিয় উজ্জ্বল 3. একটি ব্লগীয় ছাগু বা ছাগীর সচিত্র জীবন চক্র - কল্পবিলাসী স্বপ্ন 4. ছাগুদের সেকাল ও একাল : একটি সচিত্র প্রতিবেদন - অমি রহমান পিয়াল 5. খেলার সাথে রাজনীতি মেলানো ঠিক না (!!!) ও ফাকিপ্রেমের পক্ষে অন্যান্য যুক্তি খন্ডন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.