আমাদের কথা খুঁজে নিন

   

শিশু রিয়া হত্যাকান্ড ও বর্তমান সমাজের বিশৃঙ্খলা ।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর জন্যই তার মা হচ্ছে সবচে বড় আশ্রয়ের জায়গা । প্রতিটি শিশুর জন্যই তার মা তার পৃথিবী । মানুষের ক্ষেত্রে এই কথাটি আরো প্রবলভাবে সত্য ।

প্রতিটি মানবশিশুই তার জন্ম থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার মায়ের উপর নির্ভরশীল থাকে । মাকে ঘিরেই আবর্তিত হয় তার সকল কাজকর্ম । কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে মা নামের নিরাপদ আশ্রয়ের জায়গাটাও এখন আর শিশুর জন্য নিরাপদ বলে বিবেচিত হচ্ছে না । যার সর্বশেষ শিকার শিশু রিয়া । মায়ের অবৈধ প্রেমের সম্পর্কের কারণে বলি হতে হলো শিশু রিয়াকে ।

তারও আগে একই ধরণের ঘটনার বলি হতে হয়েছিল শিশু সামিউলকে । মা বাবার দাম্পত্য কলহের জের ধরে মায়ের সাথেই সহমরণে যেতে হয়েছিল আরো দুটি শিশুকে । এসকল ঘটনাই প্রমাণ করে আমাদের সমাজটা এখন আর শৃঙ্খলার মধ্যে নেই । চরম বিশৃঙ্খলার মধ্যে বসবাস করছি আমরা । গত কয়েকবছর ধরে মিথ্যা আধুনিকতার নামে সমাজে নানা ধরণের অনাচার চলে আসছে ।

এসব অনাচারের একটি হচ্ছে পরকীয়া । শিশু রিয়া বা সামিউলের মৃত্যুর কারণের মূলে রয়েছে তাদের জন্মদাত্রীদের অবৈধ সম্পর্ক । সমাজ বা রাষ্ট্র একটি নিয়মে চলে । সে নিয়ম কখনোই একদিনে তৈরী হয় না । কিছু কুপ্রভাব থাকলেও ওই সমস্ত নিয়মগুলো মনে হয় দীর্ঘমেয়াদে সমাজকে উপকৃত করে ।

কিন্তু সমাজের কিছু দুষ্ট লোক ওইসব নিয়ম ভেঙ্গে খারাপের পথে চালিত হয় । এতে করেই দেখা দেয় বিশৃঙ্খলা । শিশু রিয়া এইসব দুষ্ট লোকের কর্মের ফল । আর এই কর্মের ফলের জন্যই "মা" নামক আশ্রয়স্থলটি নিরাশ্রয় হয়ে পড়েছে শিশুর জন্য। কেউ কি বলতে পারেন এর সমাধান কী হতে পারে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.