আমাদের কথা খুঁজে নিন

   

ফুচকা নাদান অভিনয় শিল্পী মম

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীরা কত কিছুই না করেন! সম্প্রতি এটি আবারও প্রমাণিত হলো অভিনয়শিল্পীর ক্ষেত্রে। গতকাল রোববার ও আগের দিন শনিবার মম শুটিং করেন এক ঘণ্টার নাটক ফুচকার। আর এটিরই শুটিং করতে গিয়ে সারা দিনে একটানা ১৬ প্লেট ফুচকা খেতে হয় মমকে। মম বলেন, ‘আমার সহশিল্পী সজল জন্য বরাদ্দ ছিল মাত্র তিন প্লেট। আর আমার একার জন্য ১৬টি।

সব মিলিয়ে প্রায় দেড় শর মতো ফুচকা হজম করতে হয়েছে। সারা দিনে অন্য কিছু খেতে পারিনি। বিষয়টি এমন ছিল পান খেয়ে মুখ পোড়ার মতো। ’ মম এও বলেন, ‘একটানা ফুচকা খাওয়ার কারণে আমার পুরো মুখটাই অন্য রকম হয়ে গেছে। অথচ নাটকের প্রয়োজনে আমাকে হাসিমুখে সংলাপ বলতে হয়।

রাতে শুটিং শেষ হওয়ার পর ওষুধ খেতে হয়েছে। এমনকি আজ সোমবারও আমার মুখের অবস্থা খুব একটা ভালো নয়। বলতে পারেন সারা জীবনের ফুচকা খাওয়ার স্বাদ একদিনে মিটে গেছে। ’ একক নাটক ফুচকা লিখেছেন রুম্মান রশীদ খান। আর পরিচালনা করেছেন নুযহাত আলভী আহমেদ।

জানা গেছে, ফুচকা খাওয়ার ছলেই নাটকে মম ও সজলের পরিচয়। সজল যতটা বোকা, মম ততটাই চটপটে। ফুচকা খেতে ভালো না লাগলেও মমর সঙ্গ পাওয়ার জন্য নিয়মিত ফুচকা খায় সজল। একটা সময় দুজনের সম্পর্ক গভীর হয়। বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

কিন্তু বিয়ের তিন দিন পরই মমর জীবনের সব কিছু ওলট-পালট হয়ে যায়। যে ফুচকার মাধ্যমে ওদের সম্পর্ক শুরু হয়েছিল, সেই ফুচকার মাধ্যমেই মম-সজলের জীবন অন্য প্রান্তে মোড় নেয়। একক নাটক ফুচকা ভালোবাসা দিবসে যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে দেখানো হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।