আমাদের কথা খুঁজে নিন

   

ফুচকা দে বাসন্তি !!

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

চটপটি এবং ফুচকা আমার মত অনেকেরই প্রিয় খাবার (ঠিক কিনা বলেন?!)। চটপটি ও ফুচকার ব্রান্ড্রিং কখনো হয়নি। যদিও এখন একটি খাবার প্রস্ততকারক কোম্পানী ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে কাঁচা সিংগারাও বাজারজাত করছে। যাইহোক মূল প্রসঙ্গে আসি। আশির দশকে কিংবা নব্বই এর শুরুতে একটি সিনেমা মুক্তি পায়।

নাম হিংসা। এই ছবির একটি গানে চটপটি আর ফুচকা কে এত চমৎকার ব্রান্ড্রিং করা হয় যে বলার মত না। বিজ্ঞাপনের জিঙ্গেলেও এত চমৎকারভাবে পন্যেও গুনগান করা হয়না । এটি ছিল একটি বিরল দৃষ্টান্ত। বেবী নাজনীনের গাওয়া এই গানটির কথা এরকম: আমার হাতের চটপটি আর ফুচকা যদি খান এক প্লেটের জায়গায় দিবেন দুই প্লেটের দাম।

দিনের ভিতর একশোবার নিবেন আমার নাম। । আর বলবেন, বাসন্তি! ও আমার বাসন্তি তোরে না দেখলে লাগে মনে অশান্তি। । বাস্তবে বাসন্তি নেই।

থাকলে বলা যেতো, ফুচকা দে বাসন্তি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।