আমাদের কথা খুঁজে নিন

   

খবরের মানুষটাই আজ খবর...

দীনেশ দা’ তোমার খবর আবারও তোমার ‘আমাদের সময়ে’ ছাপা হচ্ছে। শুধু আমাদের সময় না; আজ তোমার খবর ছাপা হবে সকল দৈনিকে। দুপুরে প্রেসক্লাবের সামনে অবরোধ করেছি; মিছিল করেছি। রাতে তোমাকে নিয়ে ‘টক শো’ করবো। কারন আজ তুমি নিজেই একটা খবর।

তাই তোমাকে লিখতে হবে না। জীবনের বহুবছর খবরের পিছনে ছুটে ফিরেছো; তাই আজ ছুটি দিলাম। কি ? চিতার ওপাশ থেকে আমাদের কথা ভেবে হাঁসছো। আরে হাঁসবেই তো; মরে গিয়ে তো বেচে গেছো; কর্পোরেটদের কাছ থেকে নিজেকে ছুটি দিয়েছো। দাদা ‘আমাদের সময়ে’ তোমার যারা সহকর্মী; ওরা তখনও তোমার খবর লিখতে চেয়েছিলো; যখন তোমার সঙ্গে নূর আলী অপেশাদার আচরন করছিল।

কিন্তু লিখতে পারেনি; যদি চাকরী হারায়। দাদা তোমার সহকর্মীরা কিন্তু আজ লিখছে; নূর আলী আজ ওদের আটকাতে পারছে না। ওর আজ...। কর্পোরেটদের পরাজয়। কিন্তু কতদিন এটা টেকসই হবে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.