আমাদের কথা খুঁজে নিন

   

খবরের ফেরিওয়ালা ইমনের



খবরের ফেরিওয়ালা ইমনের মর্মান্তিক মৃত্যু যে শিশুটি রাজধানীতে অফিসগামী ব্যস্ত মানুষের কাছে প্রতিদিন খবর ফেরি করতো সে নিজেই লাশ হয়ে খবরের শিরোনাম হলো। রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার সকালে নির্মমতার শিকার হয়ে বাসচাপায় নিহত হয় খবরের ফেরিওয়ালা মো. ইমন (১০)। ইমনের মামাতো ভাই হাফিজ জানান, সকাল নয়টার দিকে বড় মগবাজারে একটি যাত্রীবাহী বাসে পত্রিকা বিক্রির জন্য উঠতে গেলে চালকের সহকারি ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় পেছনের একটি বাস তাকে চাপা দেয়। আশপাশের লোকজন গুর“তর আহত অব¯’ায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে বেলা দুইটার দিকে ইমন মারা যায়। রমনা থানার উপ-পরিদর্শক রোজিনা বেগম জানান, বাস চালক বা তার সহকারিকে আটক করা যায়নি। ইমন মহাখালী আইপিএইচ বস্তিতে তার মামার সঙ্গে থাকত। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম রংপুরে বাজার অ¯ি’র হয়ে পড়েছে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম রংপুরে বাজার অ¯ি’র হয়ে পড়েছে। তিন দিনের ব্যবধানে বৃহস্পতিবার মোটা চাল কেজিপ্রতি পাইকারি বাজারে ৪ টাকা ও খুচরায় ৬ টাকা পর্যন্ত বেড়েছিলো। আর শুক্রবার সকাল থেকে পাইকারি বাজার হয়ে পড়েছে মোটা চাল শূন্য। রংপুর শহরতলীর মাহিগঞ্জ এলাকার চালের মোকামে প্রতিদিন শত শত ট্রাক চাল কেনা-বেচা হয়। পাইকাররা এখান থেকে চাল কিনে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন ¯’ানে বিক্রি করেন।

অনুসন্ধানে জানা গেছে, ব্যবসায়ী নামধারী অসাধু চক্র হাজার হাজার টন চাল গুদামজাত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করায় এ পরি¯ি’তি তৈরি হয়েছে। ফলে সঙ্কটে পড়েছে নিম্ন ও নিু মধ্যবিত্ত মানুষ। ওদিকে চালের মূল্য ¯ি’তিশীল রাখতে সরকার খোলা বাজারে (ওএমএস) ও ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমে দেশের অন্যান্য ¯’ানের মতো রংপুর শহরে প্রতিদিন চাল বিক্রি করলেও তা তেমন কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। মাহীগঞ্জ পাইকারি চালের বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনদিন আগে সোমবার হঠাৎ চালের দাম বাড়তে শুর“ করে। বৃহস্পতিবার মোটা চালের দুই হাজার টাকার বস্তা (৮৪ কেজি) ২৪ শত টাকা দরে বিক্রি হয়।

বস্তা প্রতি দাম বেড়েছিলো চারশত টাকা। যে মোটা চাল তিনদিন আগে ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিলো বৃহস্পতিবার সেই চাল পাইকারী বাজারেই বিক্রি হয়ে সাড়ে ২৮ টাকা থেকে ২৯ টাকা কেজি। একইভাবে চিকন চাল বস্তা প্রতি বাড়ে প্রায় ৩ শত টাকা। ২৫ শত টাকার চাল পাইকারি বাজারে বিক্রি হয় ২৮ শত টাকায়। ৩০ টাকা কেজির চিকন চাল বিক্রি হয় ৩৪ টাকায়।

শুক্রবার সকাল থেকে মাহীগঞ্জ পাইকারি বাজারে মোটা চাল পাওয়া যা”েছ না বলে জানিয়েছেন, রংপুর পাইকারি চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম। বাজারের পাইকারী চাল ব্যবসায়ী আব্দুস সালাম, মমতাজ উদ্দিনসহ অনেকেই বৃহস্পতিবার জানান, বড় বড় চালের মিল ও চাতাল মালিক এবং ব্যবসায়ীরা গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরেও চাল বিক্রি করছেন না। চাহিদার অর্ধেক চালও পাইকারী বাজারে নেই। তাই হঠাৎ চালের দাম বেড়ে গেছে। পরি¯ি’তি নিয়ন্ত্রণে এক্ষেত্রে প্রশাসন কোনো কার্যকর ব্যব¯’া গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন তারা।

বৃহস্পতিবার রংপুর পৌর বাজারের খুচরা চালের বাজারে ঘুরে দেখা যায়, মোটা চাল পাইকারী বাজারে সর্বো”চ ২৯ টাকা হলেও এ বাজারে ৩২ টাকায় এবং ৩২ টাকার চিকন চাল ৩৬ টাকা দরে বিক্রি হ”েছ। মাহীগঞ্জ পাইকারী বাজার থেকে এ বাজারের দূরত্ব ৩ কিলেমিটার হলেও প্রতি কেজি মোটা চালে ৩ টাকা আর চিকন চালে ৪ থেকে ৫ টাকার ব্যবধান। এমন পরি¯ি’তিতে চাল ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে স্বল্প আয়ের হাজার হাজার পরিবার। বিশেষ করে দিনমজুর, রিকশাচালকসহ স্বল্প আয়ের মানুষেরা। চালের এই আকস্মিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ তাদের অনেকে।

রিকশাচালক মনোয়ার“ল ইসলাম জানান, মোটা চাল চার দিন আগে ২৩ থেকে ২৪ টাকা দরে বিক্রি হলেও হঠাৎ তা ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি করছে দোকানদাররা। তিনি বলেন, “আমাদের আয় রোজগার বাড়েনি। অথচ রমজান মাসে যেভাবে চালের দাম বাড়ছে তাতে বাধ্য হয়ে ৩ কেজির জায়গায় ২ কেজি কিনছি। আধা পেট ভাত খেয়ে পরিবার-পরিজন রোজা রাখতে বাধ্য হ”েছ। “এভাবে চালের দাম বৃদ্ধি পেলে আমরা দিন এনে দিন খাওয়া পরিবারগুলো না খেয়ে মারা যাবো।

” একটি সরকারি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী জোনাব আলী বলেন, “আমরা খদ্দেররা ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছি। ৩০ টাকার চিকন চাল কি করে তিন দিনের ব্যবধানে ৩৬ টাকা হয়। কেজি প্রতি ৬ টাকা বাড়ার এমন কী কারণ থাকতে পারে। “বাজারে তো হাজার হাজার বস্তা চাল রয়েছে। তারপরেও কেন দাম বাড়ছে।

বাজার নিয়ন্ত্রণে সরকার কী করছে?” এ ব্যাপারে খুচরা চাল বিক্রেতা নবাব আলী ও মনির“ল জানান, তারা মাহীগঞ্জ মোকাম থেকে ২-৪ বস্তা করে চাল কিনে খুচরা বিক্রি করেন। কিš‘ এবার তিন দিনের ব্যবধানে চালের বাজার এত বৃদ্ধি পাবে তা তাদের কল্পনায়ও ছিলো না। নাম প্রকাশ না করার শর্তে চালের এক পাইকার জানান, এবার রমজান আর ঈদকে সামনে রেখে বড় বড় চালের আড়তদার হাজার হাজার বস্তা চাল গুদামজাত করেছে। তারা আস্তে আস্তে ২-৪ ট্রাক চাল বাজারে ছাড়ছে। ফলে চাহিদা অনুযায়ী বাজারে চাল না আসায় দাম অনেক বেড়েছে।

প্রশাসন বড় বড় চালের আড়তদার আর অটোরাইস মিলের গুদাম তল্লাশি শুর“ করলে এক দিনেই চালের দাম কমে যেতে পারে বলে মনে করছেন ওই ব্যবসায়ী। ওদিকে চালের মূল্য ¯ি’তিশীল রাখতে খোলা বাজারে (ওএমএস) ও ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমে প্রতিদিন রংপুর বিভাগীয় শহরে শতাধিক টন চাল বিক্রি করা হলেও এর কোনো প্রভাব খুচরা বা পাইকারি বাজারে পড়েনি। বরং এই চাল বিক্রি নিয়ে চরম অনিয়ম চলছে বলেও অভিযোগ উঠেছে। তবে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদুর রহমান জানান, খোলা বাজারে চাল বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। চালের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হ”েছ।

জেলা খাদ্য কর্মকর্তা মো. মোহসীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালের বাজার ¯ি’তিশীল রাখতে বিভাগীয় শহর রংপুরে ১০টি ¯’ানে ট্রাকে করে ৪০ টন চাল খোলা বাজারে ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হ”েছ। একইভাবে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমেও চাল বিক্রি করা হ”েছ। এর পরও চালের দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক হিসেবে মনে করছেন তিনি। দেশে ফিরেছেন তানজিম আহমেদ পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ শুক্রবার ভোরে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র থেকে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এরপর বনানীতে মায়ের বাসায় যান। বিমানবন্দরে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগ নেতা মো. মোতাহার হোসেন, কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান, সাধারণ সম্পাদক অধ্যাপক র“হুল আমিনসহ ¯’ানীয় নেতারা তাকে স্বাগত জানান। কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আজগর জানান, তানজিম আহমেদ বিমানবন্দরে ¯’ানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি জানান, ২৭ রোজায় গ্রামের বাড়ি কাপাসিয়ার দরদরিয়ায় ইফতার পার্টিতে যোগ দেবেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন গাজীপুর-৪ আসনের এ সাংসদ।

এর পাঁচ মাসের মাথায় ৩১ মে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর তানজিম যুক্তরাষ্ট্রে যান এবং কিছুদিন পর দেশে ফিরে আসেন। এরপর দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শুক্রবার ফিরলেন তিনি। ঈদ উপলক্ষে চাঁদপুরে অতিরিক্ত ১৪ লঞ্চ ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে চাঁদপুর-দক্ষিণাঞ্চল এবং চাঁদপুর-ঢাকা র“টে নিয়মিত লঞ্চের পাশাপাশি অতিরিক্ত ১৪টি লঞ্চ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব লঞ্চ ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) জানিয়েছে, বর্তমানে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরগুনা, রাঙ্গাবলি, চরভৈরবী, কালাইয়া, ভাণ্ডারিয়া, মুলাদী, মাদারীপুর, হাটুরিয়া, সুরেশ্বর, ওয়াপদাসহ ১৫টি র“টে ৪৫টি লঞ্চ চলাচল করছে। আসন্ন ঈদ উপলক্ষে চাঁদপুর-ঢাকা র“টে নিয়মিত সাতটি লঞ্চের পাশাপাশি নতুন দুটি, চাঁদপুর-নারায়ণগঞ্জ র“টে নিয়মিত ১১টির পাশাপাশি নতুন চারটি এবং চাঁদপুর-চরভৈরবী র“টে নিয়মিত দুটির পাশাপাশি নতুন একটি চলাচল করবে। এছাড়া চাঁদপুর-বরগুনা ও চাঁদপুর-বরিশাল র“টে আরো সাতটি নতুন লঞ্চ চলাচল করবে। বিআইডাব্লিউটিএ’র চাঁদপুরের সহকারী পরিচালক মো. নূর হোসেন জানান, ঈদে যাত্রীদের সুবিধার্থে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব লঞ্চ চলাচল করবে। এদিকে বৃহস্পতিবার জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় ঈদে নৌ-পথে যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে-লঞ্চ রিজার্ভ রাখা, যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, ঘাটে আলোর ব্যব¯’া করা, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করা, মাস্টার ড্রাইভার ও পর্যাপ্ত বয়া থাকা এবং নির্দিষ্ট ভাড়া আদায়। সভায় ঈদে যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন্দর ও পরিবহন কর্মকর্তা, টিঅ্যান্ডটি সংরক্ষণ পরিচালনা বিভাগ, প্রকৌশল বিভাগ, সমুদ্র পরিবহন অধিদপ্তর এবং লঞ্চ মালিকদের একজন করে প্রতিনিধি রয়েছে। গাজীপুরে তর“ণীর লাশ উদ্ধার গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় এক তর“ণীর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ৩০ বছরের কাছাকাছি।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, হোতাপাড়া বাজারের দক্ষিণ পাশ থেকে সকাল ৯টার দিকে ওই তর“ণীর লাশ উদ্ধার করা হয়। নিহতের মুখমণ্ডল থেতলানো ছিলো। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। গাজীপুরে স্টিল কারখানায় আগুন গাজীপুরে একটি স্টিল কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় লাগা এ আগুন দুপুর ১টা পর্যন্ত নেভাতে পারেনি দমকল বাহিনী।

তবে এতে কোনো হতাতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী জানিয়েছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকায় এস.কে.বি স্টিল কারখানায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাজীপুর ও ভালুকা দমকল বাহিনীর কর্মীরা ঘটনা¯’লে পৌঁছায়। গাজীপুর দমকলের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বলেন, দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তা পুরোপুরি নেভানো যায়নি।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যায়নি বলে তিনি জানান। আ. লীগের পুনর্জন্ম দিয়েছেন জিয়া -ফখর“ল জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। মির্জা ফখর“ল বলেন, “একদলীয় বাকশালের মাধ্যমে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটেছিলো। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জিয়াউর রহমানই আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন।

” বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “খোন্দকার দেলোয়ার গংরা যেভাবে অপপ্রচার চালা”েছন, তাতে তারা একদিন জিয়াকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দাবি করে ফেলতে পারেন। ’’ মির্জা ফখর“ল এই বক্তব্য খণ্ডন করতে গিয়ে আরও বলেন, “হানিফ সাহেবের বক্তব্য সত্যের অপলাপ মাত্র। জিয়া কেনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হতে যাবেন। ওই দলটির প্রতষ্ঠাতা মাওলানা ভাসানীর নামই তারা ভুলে গেছেন। ” এর আগে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১টায় দলের ¯’ায়ী কমিটির সদস্য নজর“ল ইসলাম খানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণ করেন।

পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত ও লন্ডনে অসু¯’ তারেকের আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজর“ল ইসলাম খান বলেন, “বিএনপির ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান। ১/১১ তে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো। কিš‘ পারেনি। সেই সময় থেকে তার বির“দ্ধে নানা অপপ্রচার চালানো হ”েছ।

’’ তিনি তারেক রহমানের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন। জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণের সময়ে অন্যদের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখর“ল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সভাপতি এ কে এম আজিজুল হক, যুব দলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বে”ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। ২০০৮ সালের এদিনে তারেক রহমান উ”চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন। পরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

২০০৭ সালে ১/১১ এর জর“রী অব¯’া জারির পর তারেক রহমানকে মার্চ মাসে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তার বির“দ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ১২টি মামলা এখন বিচারাধীন। তবে সবগুলো মামলাতেই তিনি উ”চ আদালত থেকে জামিন পান। মহানবীর রওজায় খালেদা সৌদি আরব সফররত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মদিনায় মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন। খালেদা শুক্রবার মদিনায় যান বলে তার প্রেস সচিব মার“ফ কামাল খান টেলিফোনে জানিয়েছেন।

মার“ফ জানান, বিএনপি চেয়ারপারসন শুক্রবার সন্ধ্যায়ই (সৌদি আরব সময়) মক্কায় ফিরে ওমরাহ পালন করবেন। তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা মহানবীর (স.) রওজায় বেশ কিছু সময় কাটান এবং দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে দোয়া করেন। ” খালেদা তিন দিন মদিনায় ছিলেন। তিনি মসজিদে নববীতে ইফতার ও তারাবিহ নামাজ আদায় করেন। খালেদা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের বিমানে সোমবার ঢাকা থেকে জেদ্দা পৌঁছান।

সেখান থেকে ওই দিনই মদিনায় যান তিনি। ওমরাহ পালনের উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসনের এই সৌদি আরব সফর। খালেদার সফরসঙ্গী রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহউদ্দিন আহমেদ, প্রেস সচিব মার“ফ কামাল খান, একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শিমূল বিশ্বাস ও আলোকচিত্রী নুর“উদ্দিন আহমেদ। মার“ফ জানান, ওমরাহ পালন শেষে খালেদা জিয়া আগামী ৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.