আমাদের কথা খুঁজে নিন

   

খবরের খবর!



মৃত্যুর পরও বংগবন্ধু ও জিয়ার মত রাজনীতিতে বেচে থাকতে চাই: এরশাদ । বিশ্লেষন: এর মানে এরশাদ গুলি খেয়ে মরতে চাচ্ছেন, পরবর্তিতে উনার নামের পুর্বে শহীদ লাগানোর আহবান জানিয়ে গেলেন। যুবলীগ ও ছাত্রলীগে স্বাধিনতাবিরোধি শক্তির অনুপ্রবেশ ঘটেছে: নানক। বিশ্লেষন: আফসোস! এতদিন হয়ে গেলো, একজনকেও ধরে জনগণের সামনে উপস্থিত করে দেখাতে পারলেননা যে এই হচ্ছে স্বাধিনতাবিরোধি। কারন কি? চশমার নাম্বার ঠিক আছেতো।

ভিডিও ফুটেজ দেখে নাটোরের ঘটনায় ব্যাবস্থা নেয়া হবে: আশরাফ। বিশ্লেষন: কি রকম ব্যবস্থা? ঐ রকম না তো যেমনটি হয়েছিলো ডাঃ ইকবালের ব্যাপারে। পেপার কাটিং দেখেও আদালতে সবাই নিরাপরাধ সাব্যস্ত। আর কত রক্ত হলে শেখ হাসিনার পিপাসা মিটবে: দেলোয়ার। বিশ্লেষন: তা বলা মুস্কিল।

তবে অক্টোবার মাস আসলে বিশেষ একটি ব্যবস্থায় তার এই চাহিদা আরো বাড়ে। পারলে মিয়া বন্ধ করেননা। খালেদাকে অভিনন্দন, তিনি তার অবস্থান পরিস্কার করেছেন: শেখ হাসিনা। বিশ্লেষন: এইবার ইন্জিনিয়ার মোসারফ, কামরুল, সাজেদা চৌধুরিদের (যুদ্ধাপরাধি) ব্যাপারে আপনার অবস্থান পরিস্কার করেন, তাহলে না বুঝা যাবে আপনি কাদের পক্ষে? যুদ্ধাপরাধি না মুক্তিযোদ্ধাদের? শিক্ষা থেকে মূল্যবোধ চলে গেছে, তাই ছাত্রদের দেখলে সবাই ভয় পায়: বিচারপতি নজরুল ইসলাম। বিশ্লেষন: আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল: বিদ্রোহি কবি কাজি নজরুল ইসলাম।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.