আমাদের কথা খুঁজে নিন

   

হিযবুত তাহরীর যে কারনে সন্ত্রাসবাদী ও বিভ্রান্ত বাতিল আক্বীদার দল --- পর্ব (৩)

হিযবুত তাহরীরের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং তাদের প্রকাশনা থেকে যে সকল বদ আক্বীদা ও মতবাদ পরিলক্ষিত হয় তা হলোঃ ২য় পর্বের পরঃ====> হিযবুত তাহরীর যে সমস্ত বিভ্রান্তির মধ্যে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে- পবিত্র দ্বীন ইসলাম উনার মূলনীতি তথা মূলদলিল পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা ও পবিত্র ক্বিয়াসের দলিলের উপর মানুষের বিবেক-বুদ্ধিকে প্রাধান্য দেয়া। তাদের কিতাবগুলোতেই সুস্পষ্টভাবে উক্ত কথাটি উল্লেখ আছে। হিযবুত তাহরীরের উল্লেখযোগ্য একটি কিতাব “নিদাউন হররুন ইলাল মুসলিমীন মিন হিযবিত তাহরীর”-এ বলা হয়েছে, “ইসলামের প্রকৃত রূপ হচ্ছে, তা চিন্তা ও গবেষণার ফলাফলসমূহ। এ জন্যই ওহীর মাধ্যমে যা কিছু এসেছে, তার প্রতিটির মধ্যেই বিবেক ও চিন্তাকে কাজে লাগাতে হবে। ইসলাম এমন চিন্তা ও গবেষণার ফল, যার ভিত্তি হচ্ছে মানুষের বিবেক।

” কিতাবটির লেখক আরো বলেছে, “বিবেক দিয়েই ইসলামকে বুঝতে হবে। সঠিক কথা হচ্ছে ইসলাম বিবেকের অধীনস্থ। আর যদি বলা হয়- ইসলামকে মাপার যন্ত্রও হলো আক্বল বা বিবেক, তাও ঠিক হবে। কারণ বিবেকই হচ্ছে ইসলামের মূল। সুতরাং আক্বল বা বিবেক-বুদ্ধি যেটা বলে সেটাই ইসলামের দলিল; পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ বা পবিত্র হাদীছ শরীফ নয়।

” নাঊযুবিল্লাহ! ১ম পর্ব। ২য় পর্ব। ------ চলবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.