আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র চাই, রাজতন্ত্র চাই না : ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রের চর্চা চাই। রাজতন্ত্র চাই না। এদেশ কারো একার সম্পত্তি নয়। ’ ঢাকা থেকে নিলফামারী যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এদেশ আমাদের সবার। দেশকে ভালবাসার মধ্যে নীতিগতভাবে আমাদের কারো মধ্যেই কোনো দ্বিমত নেই। পার্থক্য শুধু বলা না বলা আর খোলামেলা আলোচনার সীমাবদ্ধতা। এজন্য যেখানে মেধা আছে, সেখান থেকেই তাকে সংগ্রহ করে দেশের জন্য কাজে লাগাতে হবে। ’ মতবিনিময় সভা দলীয় নয়-উল্লেখ করে তিনি বলেন, ‘গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে আমাদের শিক্ষার যে অভিজ্ঞতা আছে, তা মানুষের কল্যাণে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে।

’ তিনি বলেন, ‘আমার দেশের মানুষ ৪৭-এ বৃটিশ বিরোধী আন্দোলন দেখেছে, বায়ান্নর ভাষা আন্দোলন দেখেছে। দেশের মানুষ এখন অনেক সজাগ। জনগণের মধ্যে বিভাজন করা এতো সহজ নয়। ’ বাংলাদেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন চায় বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন। মতবিনিময় সভায় গণফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি ফজলুল বারী ইন্টু, সংগঠনের কেন্দ্রীয় যুব আহ্বায়ক কাজী হাবিব, গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হাসিব, বগুড়া জেলা জজ আদালতের আইনজীবী আল মাহমুদ, আব্দুল লতিফ পশারী ববি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌফিক হাসান ময়নাসহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলানিউজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.