আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্র এবং ইলু ইলু

সেদিন কোন একজন আমার যৌবনের মধ্য দুপুরে আমায় প্রশ্ন করে বসল-আমি কি তাকে লাইক করি নাকি লাভ করি । লাইক যে তাকে করি অবলীলায় বলে দিলাম । কিন্তু লাভ করি কিনা তা আর বলতে পারলাম না । হয়ত অনেকেই ভাববে কেন বলতে পারলাম না । যৌবনের মধ্য দুপুর বলে ? আসলে তা নয়।

যৌবন যখন ডালপালা মেলতে শুরু করেছিল তখনও হুট করে চার অক্ষরের এই শব্দটি বলা বেশ দুরহঃই ছিল । অনেকেই হয়ত ভাবতে পারেন ভিতু বা মিথ্যুক । অথচ এই জাতিয় কিছুই নয়। প্রশ্ন জাগছে তাহলে কি? আরে বাবা ভালবাসা কি ডাল-ভাত নাকি মূলা-পটল যে চাইলেই রিয়াজউদ্দিন বাজার,বকশিন হাট, ঠাঠারী বা কারওয়ান বাজারে পাওয়া যাবে । নাকি শাড়ী-গাড়ী, সোনা -দানা'র মত সুপার মার্কেট বা শপিং মল এ পাওয়া যাবে ।

না মিছে কথা, ভালবাসা অত সহজলভ্য নয় । যদিও অনেকেই হুট করে বলে ফেলেন-ইলু ইলু । যেমন করে দেশের নেতা-নেত্রী রা গনতন্ত্রের কথা বলে ৪০ বছর ধরে ডাল-ভাতের গল্প সাজিয়ে জনগনের সামসন মূলা ঝুলিয়ে রেখেছেন । জনগনের ভালবাসায়সিক্ত হয়ে গনতন্ত্রের ধুয়া তুলে তাদের অনেকেই পটল তুলেছেন । আজ অবধি যারা বেঁচে আছেন তারা মূলাটা খুব সহজেই বিকোচ্ছেন ।

যদিও এর জন্য উল্টো জনগনকে অনেক মূল্য দিতে হচ্ছে । আমার পছন্দ কে ওভাবে বিকোতে চাইনি বলেই যাকে যাকে লাইক করি তাকে তাকে খুব সহজেই লাভ নামের মূলাটা ঝুলাতে পারিনি । আমার পছন্দের মানুষটির মতই অনেকেই হয়ত ভাবছেন,ছি ছি আমি এত নীচ ভালবাসার মত এত সুন্দর একটা শব্দের সাথে আমি মূলা'র উদাহরন জুড়ে দিয়েছি । আমি বলছি সে জন্য নয়। ভালবাসা যেমন হুট করে হয়না বা দীর্ঘসময় ধরে ভালবাসি ভালবাসি বলেই জিগির করলেই ভালবাসা হয়না ।

ঠিক অনেকটাই গণতন্ত্রের মত,যদিও এর আরো বিশদ ব্যাখা রয়েছে । সংক্ষেপে শুধু বলতে হচ্ছে- গণতন্ত্রের কথা বলে যেখানে বারবার জনগনের অধিকারকে বঞ্চিত করাহয় । ভালবাসি ভালবাসি বলে ভন্ডপ্রেমিক হবার কোন বাসনাই নেই । গণতন্ত্র যেমন চর্চা'র ব্যাপার ভালবাসাও ঠিক তাই ভালবাসা যেমন গণতান্ত্রিক অধিকার,গণতন্ত্র কেও ভালবাসায় জড়িয়ে রাখতে হয় । যেমন করে প্রেম জড়িয়ে রাখে প্রেমিককে ।

দুটোই এক চলমান প্রক্রিয়া । লালন পালন বা চর্চা'র মাধ্যমেই গণতন্ত্র বা প্রেম তার সঠিক পূর্ণতা পেতে পারে । তাই হয়ত আমার পছন্দের মানুষটিকে তার প্রশ্নের উত্তরে হুট করে বলা হয়নি-ইলু ইলু বা আমি তোমাকে ভালবাসি । তবে একটা কথা বলেছি ভাল বাসতে চাই !!!!!!!!!!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.