আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবী প্রাণী পায়রা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক পায়রার স্মরণশক্তি বেশ প্রখর। তারা এক থেকে নয় পর্যন্ত গুনতে পারে। বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত বানরের আর পায়রার মেধা সমপর্যায়ের বলে সম্প্রতি গবেষকরা দাবি করেছেন। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের ডেমিয়েন স্ক্রাফ দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা করেছেন। তিনি বলেন, আমরা এটা প্রমাণ করতে চাইছি না যে, পায়রার মেধা বিশেষ ধরনের কিছু।

তবে, পায়রা খুবই মেধাবী প্রাণী। এদের মেধার গুণগত মান বানরের সঙ্গে তুলনা করা যায়। তিনি জানান, কিছু প্রশিক্ষণপ্রাপ্ত পায়রাকে আলাদা আলাদা করে ৩৫ সেটের বিভিন্ন আকারের, রং ও আকৃতির ছবি দেখানো হয়। তারা সেগুলোকে যতবার চিহ্নিত করতে পারত ততবার তাদের গম খেতে দেওয়া হতো। এভাবে যখন তারা এক থেকে তিন পর্যন্ত সংখ্যা আলাদা করতে শেখে তখন তাদের বেশি সংখ্যার ছবি দেখানো হয়।

একই পরীক্ষা বানরের ওপরও চালানো হয়। পরীক্ষায় দেখা যায়, উভয় প্রাণীর মনে রাখার হার প্রায় কাছাকাছি। সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.