আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবী নই

Francis Bacon, the famous philosopher said, "A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." বইছে জ্ঞানের ঝড়। উড়ে গেল আমাদের মস্তিষ্ক, শুষ্ক প্রাণ ভেসে গেল আলোর বন্যায়, অনন্য আকাঙ্খার নোঙ্গর ফেলে অজানার সাগরে, অতৃপ্ত পরিসরে, অপেক্ষায় আছি। উথাল পাতাল জ্ঞানের ঢেউয়ে প্রবল মেধার বাতাসে, হারিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি অজ্ঞতার অতল গহ্বরে। সংকিত প্রাণ পুড়ে হল ছাই দাউ দাউ করে জ্বলা তথ্যের প্রলয় শিখায়। আমার অনুর্বর মস্তিষ্ক জ্ঞানের দৌড়ে পরাজিত, সে সামনে থাকা গর্বিত একজন হতে চায় না। কারণ, সে পিছনে পড়ে যাওয়া নিরানব্বই মস্তিষ্কের দু:খ দুর্দশায় অংশীদার হতে চায়, চায়, ছোট ছোট বিচ্যূত অভিজ্ঞতার সমন্বয়ে, রচনা করতে- জ্ঞানের মহাবিশ্ব। আবদুল্লাহ সাঈদ খান ১৪/০১/১৩; নিবেদনা: সে সকল অসংখ্য ব্যর্থ বিজ্ঞানীর তরে যাদের ব্যর্থতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সফলতার ইতিহাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.