আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবী...।

খবরঃ বিসিএস প্রিলিতে অকৃতকার্য মেধাবীরা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করছে... প্রকাশ্যে শ্লোগান "মুক্তিযোদ্ধাদের দুই গালে,জুতা মারো তালে তালে…." মন্তব্যঃ আমি মেধাবী না... নিজের মেধাহীনতা সম্পর্কে সম্পূর্ণ অবগত... তাই এখন পর্যন্ত বিসিএস পরিক্ষা দেওয়া তো দূরের কথা কোন প্রকার সরকারী চাকরির জন্য আবেদনই করি নাই... কিন্তু এখনতো বরং আফসোস হচ্ছে মেধাবী হওয়ার একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলাম... কারন এবার বিসিএস এ এপ্লাই করে প্রিলিতে না টিকলেই মেধাবী হয়ে যেতাম... সবাই আমাকে দেখলেই বলতো ওই দেখ মেধাবী যায়... আফসোস তা আর হতে পারলাম না... মেধাবীদের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই এই সরকার খুব খারাপ এরা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কিছু কইলে মাইনা নিবো না... এরা একটু বেশীই কৃতজ্ঞ ... ১৯৭১ সালে কি না কি করছে তার জন্য এখনো সুবিধা দেওয়ার কোন মানে আছে বলেন...??? হুদাই আন্দোলন কইরা এখন মাইর খাইবেন কোন লাভ নাই... তার চেয়ে বরং কিছুদিন অপেক্ষা করেন... চলেন আমরা রাজাকারদের ভোট দিয়া ফাসির মঞ্চ থেকে আবার সংসদে নিয়ে আসি... তাদের গাড়িতে পত পত করে বাংলাদেশের পতাকা উড়বে... ইস কতদিন এই দৃশ্য দেখি না...আহ্ এই দৃশ্য আবার দেখতে পাবো ভাবতেই ভালো লাগছে... আপ্টার অল আমরা বাঙ্গালী জাতি কৃতঘ্ন হতেই বেশী পচন্দ করি... মীরজাফরের মত আইডল যেখানে আমাদের পূর্বপুরুষ ছিলেন সেখানে আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হই কিভাবে... !!! কিন্তু প্রশ্ন হলো রাজাকার মামারা এসে সব কোটা বাদ দিয়ে দিলেও কিন্তু আড়াই থেকে তিন লাখ পরিক্ষার্থী বিসিএস পরিক্ষায় অংশ নিবে এবং সেখান থেকে আবার ১০ বা ১২ হাজারই প্রিলিতে টিকবে, তখনও অকৃতকার্য থাকবে দুই থেকে আড়াই লাখ... ভাইয়েরা তো মেধাবী খেতাব টাও হারাবেন... তখন কি মেধাবী খেতাব ফিরে পাওয়ার জন্য আন্দোলনে নামবেন...??? তার চেয়ে বরং আপাতত মুক্তিযোদ্ধাদের গালি-গালাজ না করে কোটা কিছুটা কমিয়ে অপ্রয়োজনিয় কোটাগুলো যেমন-জেলা কোটা বাদ দেওয়ার জন্য, এবং কিছু কোটা সংঙ্কার যেমন- যেসব উপজাতির সন্তানরা শহরে পড়ালেখা করেছে তাদেরকে কোটার আওতার বাইরে রাখার জন্য আন্দোলন করুন... সেই সাথে বয়স সীমা ৩০ থেকে ৩৫ এ উন্নিত করার জন্য আন্দোলন করুন, কারন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় গ্রেজুয়েশন এবং পোস্ট গ্রেজুয়েশন সম্পন্ন করতেই ২৭ / ২৮ বছর লেগে যায়... প্রতিবন্ধি কোটা নিয়ে কিছু বলবো না কারন আপনারা মেধাবী আপনাদের বিবেক বলতে নিশ্চই কিছু আছে...!!! আর নারীদের কোটা নিয়ে চিন্তা কইরেন না ... রাজাকার মামারা এইবার ক্ষামতায় এলে নারী কোটা তো দূরের কথা... তাদের ঘর থেকে বাইর হওয়ার ব্যাপারে নিষেদ্ধাজ্ঞা জারি হবে চাকরি করা তো অনেক পরের ব্যাপার ... মেধাবী ভাইয়েরা উলটা পালটা আন্দোলন কইরা মেধার অপব্যবহার কইরেন না... এখন যদি মেধা খাটিয়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে সরকারি চাকুরি পেয়ে উচ্চপর্যায়ে গেলে কি করবেন... !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.