আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানিতে যুদ্ধাপরাধীর সাজা শুরু

দ্য বেঙ্গলি টাইমস ডটকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৬৭ বছর পর জার্মানিতে ৯০ বছর বয়সী একজন যুদ্ধাপরাধীর কারাভোগ শুরু হয়েছে। গত সপ্তাহে তাঁকে কারাগারে নেওয়া হয়। আখেন শহরের আদালত ২০১০ সালের মার্চ মাসে এসএস গোয়েন্দা বাহিনীর এই সাবেক কমান্ডার হাইনরিশ বোরেকে বিশ্বযুদ্ধকালীন দখলকৃত হল্যান্ডের তিনজন সাধারণ নাগরিককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অসুস্থতার কারণে তিনি আখেন শহরের উপকণ্ঠে একটি বৃদ্ধাশ্রমে অবস্থান করছিলেন। এই সপ্তাহে আদালতের একটি চিকিৎসকদল হূদেরাগ এবং আলঝেইমারে অসুস্থ হাইনরিশ বোরেকে পরীক্ষা করার পর তাঁকে জেলে পাঠানোর সিদ্ধান্ত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হিটলারের দখলদার বাহিনী জার্মানির প্রায় সব প্রতিবেশী দেশই দখল করে এবং দেশগুলোতে হত্যা নির্যাতন চালায়। হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির নিজস্ব এসএস গোয়েন্দা বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নির্মম আর ত্রাস হিসেবে পরিচিতি পেয়েছিল। সেই এসএস গোয়েন্দা বাহিনীর কিলার-কমান্ডার হিসেবে হাইনরিশ বোরে ১৯৪৪ সালে হল্যান্ডের ব্রেদা, ভারসুটেন এবং ভাসেনার শহরের একজন ওষুধ ব্যবসায়ী, একজন সাইকেল বিক্রেতা এবং একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৯ সালে আমস্টারডামের একটি আদালত হাইনরিশ বোরেকে প্রথমে মৃত্যুদণ্ড এবং পরে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আইনের ফাঁক গলিয়ে তিনি এত দিন মুক্ত মানুষ হিসেবে জার্মানিতে বসবাস করছিলেন। তথ্যসূত্র- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.