আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানিতে আজ রাতে বের হবে ডাইনিরা



সাবধান, জার্মানিতে আজ রাতে নেমে আসবে ডাইনির দল! মিলিত হবে তারা শয়তানের সঙ্গে! না, সত্যি সত্যি তেমন কিছু ঘটবে না৷ তবে আজ হচ্ছে মে ডে ইভ, মে মাসের আগের রাতটিতে ডাইনি সেজে জার্মানরা মেতে ওঠে আনন্দোল্লাসে৷ এই রাতটি নিয়ে জার্মান রুপকথায় রয়েছে অনেক গল্প-কাহিনী৷ রাতের বেলায় বিছানায় শুয়ে মায়ের কাছে এই মে ডে ইভে-র গল্প শুনে ভয়ে শিউরে ছোট্ট শিশুরা৷ ডাইনিরা কীভাবে শয়তানের সঙ্গে ঘুরে বেড়ায়, আর কীভাবে তাদের যুদ্ধে হারিয়ে দেয় শুভশক্তির দল, এসব নিয়ে রচিত হয়েছে উত্তর জার্মানির হার্জ পর্বতাঞ্চলের লোককাহিনী৷ এই রাতটি স্মরণে শনিবার সেখানে আনন্দে মেতে উঠেছে হাজার হাজার মানুষ৷ পরণে থাকবে তাদের কিম্ভুদকিমাকার ডাইনিদের পোশাক৷ অনেকে আবার মধ্যযুগের পোশাকেও নিজেদের সজ্জিত করবেন৷ জার্মান রুপকথা অনুযায়ী আজকের রাতটিতে ডাইনিরা মিলিত হয় শয়তানের সঙ্গে৷ রাতভর তারা ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে৷ কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয় এবং পাতালে গিয়ে আশ্রয় নেয়৷ এরপর আবার ঠিক ছয় মাস পর ৩১ অক্টোবর হ্যালোইন এর রাতে আবার তারা জেগে ওঠে৷ মে ডের ইভের রাতের বেলায় পাহাড়ে আয়োজন করা হয় বোনফায়ার উৎসবের৷ নেচে গেয়ে নানা ভাবে রাতটিকে পালন করে জার্মানরা৷ তবে কেবল রুপকথা গল্প হিসেবেই নয়, হার্জ এলাকার মানুষদের কাছে এপ্রিলের শেষ দিনটি হচ্ছে শীতকালকে বিদায় জানানোর আর গ্রীস্ম মৌসুমকে স্বাগত জানানোর দিন৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.