আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ Love Likes Coincidence একটি অসাধারণ রোমান্টিক ভালবাসার কাহিনী!

অসাধারণ একটি রোমান্টিক ভালবাসার মুভি নিয়ে আজ আপনাদের সামনে আসলাম। একেবারেই আনকোরা মুভি, তুর্কিশ। এ বছর ই রিলিজ পেয়েছে। নামঃ “Love Likes Coincidence” তবে নাম শুনেই গতানুগতিক ভালবাসার কচকচানি মুভি ভেবে ভুল করবেন না! অনেক মুভি ই দেখেছি যার নামের সাথে কামের কোন মিল থাকেনা, এটার আছে কিনা দেখার পরে আপনারাই বলবেন!  বহুদিন এত সুন্দর রোমান্টিক লাভস্টোরী মুভি দেখিনা! অসাধারণ কিছু তুর্কি গান পাবেন মুভিটিতে। যার কথাগুলো মন ছুয়ে যায়।

মেকিং টা ও একেবারেই অন্যরকম! অন্যান্য মুভিতে সাধারণত যেটা দেখা যায়, মুভির অতীত কোন ঘটনা বা তথ্যকে ফ্লাশব্যাকে দেখানো হয় যা বর্তমান সময়ের সাথে গতিটা ধরে রাখতে পারেনা এবং অনেক সময় বোরিং লাগে, কিন্তু এটাতে একই সাথে বর্তমান এবং অতীতের সময়গুলোকে সেম টাইমে অসাধারণ নৈপুণ্যের সাথে তুলে ধরা হয়েছে! কিছু অতীত স্মৃতি বর্তমান ঘটনার ভাঁজে ভাঁজে এমন ভাবে ফুটে উঠে যা দেখে মনেই হবে না আমরা ফ্ল্যাশব্যাকে আছি। কোন ঘটনাকেই অসম্পূর্ণ রাখেননি পরিচালক। অন্য কোন মুভিতে এমন সফল আর সম্পুর্ন ভাবে অতীতকে তুলে ধরতে দেখিনি আমি। দুইটি সময়ের দুইটি ভীন্ন ধারাকে যে কতটা দক্ষতা আর পরিশ্রমের সাথে সমন্বয় ঘটানো হয়েছে সেটা না দেখলে এক কথায় অবিশ্বাস্য! মুভি’র পরিচালক Omer Faruk Sorak যে কত উঁচুমানের পরিচালক তা না দেখলে জানা হত না। ক্যামেরা ম্যানের মুন্সিয়ানা ও চোখে পড়ার মত! মুভিটার প্রতিটা সংলাপ বিশেষ করে মুভির নায়ক Özgür এর বাবার কিছু কথা , বাস্তব জীবনের কিছু শিক্ষা আর কিছু বিশ্বাস সত্যিই বার বার দেখার মতো, আজীবন মনে রাখার মতো।

[" Özgür! Son, if you're listening ... or if you listen one day... (কথা গুলো বাবা রেকর্ডিং করে রেখে গিয়েছিলেন) I have a few things to say to you. When a person sees the end of their life looming... wall... They think differently. forgive me son... I know you feel bad too. The reason you haven't come to me... is because you're so like me. That's why I can't be angry with you. I can't be angry but... I miss you terribly, Özgür. Remember what I said to you? I said your boundaries were set, that you couldn't step beyond them. But I was missing the point, son! The point isn't those set boundaries. The point is how you fill the space within those boundaries. Whatever things, whichever people give meaning to your life... don't ever abandon them. Never give up on them, son."] মুভিটি দেখতে গিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন! সমস্যাটা হল, সাবটাইটেল এ মনোযোগ দিবেন নাকি প্রতিটা চরিত্রের অভিনয় দেখবেন সেটাই ভাবার বিষয়, কারণ দুইটা পার্ট ই সমান গুরুত্ব পূর্ণ! প্রতিটা সিকোয়েন্স বার বার করে দেখেও যেন মন ভরতে চায় না! ছোট্ট ছিমছাম শহরতলী নাম Ankara, ১৯৭৭ সালের ঘটনা Özgür (Mehmet Gunsur) (মুভির নায়ক) আর Deniz ( Belcim Bilgin ) (নায়িকা) তাদের কাকতালীয়ভাবে জন্মের শুরুটা দিয়ে কাহিনীর শুরু। এর প্রায় ২৪ বছর পর আবারো কাকতালীয়ভাবে দেখা... একি! শুরুতেই সস্তা প্রেমালাপ! হ্যাঁ , Özgür আর Deniz এর কথা বলছি। কিন্তু আসলে তা নয় যা দেখে মনে হয়। এটাই পরিচালকের এক্সট্রা ক্ষমতা যে সাধারণ ঘটনা কেও তিনি অসাধারণ করে তুলে ধরেছেন রহস্যময়তা দিয়ে, কাকতালীয়ভাবে পরিচিত হয় ছোট্ট বেলার বড় দুইজন। Deniz এর জন্য মারাত্মক পাগল একটা বয়ফ্রেন্ড থাকলেও কাকতালীয়ভাবে Deniz খুঁজে পায় তার সত্যিকার ভালবাসাকে।

কিন্তু সব ভালবাসাই সফলতা পায় না। যেমন মৃত্যু পথ যাত্রী Özgür ও জানে তার সময় কম তবুও সে পূর্ণ তার প্রথম আর শেষ ভালবাসাকে পেয়ে। কিন্তু কি করবে Deniz! একদিকে মায়ের পছন্দের পাত্র যে তাকে বিয়ে করতে এক পায়ে খাড়া অন্য দিকে তার প্রথম ভালোবাসা... সবাই হয়ত ধারণা করতে পারেন যে তারপর কি? না, আসলে তার পরের ঘটনাটা ধারনার অতীত! কাকতালীয়ভাবে ভালোবাসার অন্যতম মানে বেরিয়ে আসে মুভিটার শেষ পর্যায়ে। দুঃখিত! অনেক বার আমি কাকতালীয় কথাটা ব্যবহার করেছি, সত্যি বলতে কি মুভিটা দেখার পর আমার মতো সবাই বুঝবেন মুভিটার নামের সার্থকতা। বিশেষ কিছু দৃশ্য যার আবহ সঙ্গীত লাইটিং এমনকি ব্যাকগ্রাউন্ড ছবি গুলো ও ছিল অসাধারণ! প্রতিটা চরিত্রের মধ্যে ছিল এমন এক আবেদন যাতে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।

যেমন এক মা; যখন নিজের সংসার ভাঙতে দেখে তখন মেয়ের জীবনটা নিয়ে কতটা হিসাবী হতে পারে... এক বৃদ্ধ দাদা; তার জ্ঞান আর মমতায় বাচ্চা মেয়েটাকে দিক নির্দেশনা দিলেন... হেরে যাওয়া প্রেমিক যখন কাকতালীয়ভাবে তার শত্রু কে নিজ হাতে রক্ষা করছে... তার যে দোটানা আর হিংসুক মন; কোনটাই বাদ পরেনি মুভিটা থেকে। ...বাকিটুকু নিজেরাই দেখে নিন মুভিটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে! শুভেচ্ছা রইলো স্মরণীয় একটি মুভি’র দর্শক হবার জন্য! ***এটা নিয়ে অনেক আগে পোস্ট দিয়েছিলাম, তখন আমি সেইফ ছিলাম নাহ! তাই আবারো নতুন করে পোস্ট দিলাম! পার্ট ১ পার্ট ২ পার্ট ৩ পার্ট ৪ পাসওয়ার্ডঃ digitalmoviez.com টরেন্ট লিঙ্কঃ সাবটাইটেলঃ CD1: সাবটাইটেলঃ CD2: ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.